হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে প্রার্থীর নামই জানেন না এজেন্ট

সাখাওয়াত ফাহাদ ও মো. আসাদুজ্জামান, গাজীপুর থেকে 

গাজীপুরের বিভিন্ন কেন্দ্রে নৌকা, ট্রাক ও লাঙ্গলের এজেন্ট থাকলেও বেশির ভাগ কেন্দ্রে নেই নির্বাচন কমিশনের বরাদ্দকৃত প্রতীকের এজেন্টরা। অনেকে ওয়াশরুম ও ভোট দেওয়ার অজুহাতে কেন্দ্রের নির্ধারিত আসনে উপস্থিত ছিলেন না। কয়েকজন প্রার্থীর এজেন্ট নিজস্ব প্রার্থীর নামও জানেন না।

আজ রোববার গাজীপুর-৩ সংসদীয় আসনের শ্রীপুরের বাঁশকোপা উচ্চবিদ্যালয় কেন্দ্র ঘুরে এমন চিত্র পাওয়া যায়। এই আসনে প্রার্থী রয়েছেন সাতজন। তবে কেন্দ্রের ভোটকক্ষগুলোতে চারজনের বেশি এজেন্ট নেই। 

দুপুর ১২টায় বিদ্যালয়ের একটি কক্ষে গিয়ে দেখা যায়, চারজন এজেন্ট রয়েছেন। এ সময় ফুলের মালা প্রতীকের এজেন্ট মো. শাহজাহানের কাছে তাঁর প্রার্থীর নাম জানতে চাইলে তিনি নিজস্ব প্রার্থীর নাম জানাতে পারেননি। একাধিকবার জিজ্ঞেস করার পর শাহজাহান মুচকি হেসে চুপ করে ছিলেন। এ সময় পাশে বসা নৌকার এজেন্ট দেলোয়ার হোসেন তাঁর প্রার্থীর নাম শিখিয়ে দেন।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এজেন্টরা গতকাল কেউ আসেননি। তাঁরা সবাই আজকে সকালে এসেছেন। অনেক প্রার্থীর এজেন্টরা সকাল থেকেই ছিলেন না।’ 

কেন্দ্রের বাইরে নৌকা ও ট্রাক সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে জানিয়ে তিনি আরও বলেন, ‘সকালে বাইরে কিছুটা ঝামেলা হচ্ছিল, আমি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি। এ ছাড়া কেন্দ্রে কোনো সমস্যা নেই।’

এই আসনের আরেক কেন্দ্র বনখড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এজেন্টদের ক্ষেত্রেও দেখা গেছে একই রকমের চিত্র। এই কেন্দ্রের ভোটকক্ষগুলোতেও চারজন প্রার্থীর এজেন্ট পাওয়া যায়। বাকি তিন প্রার্থীর কোনো এজেন্টের দেখা মেলেনি।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ