হোম > সারা দেশ > ঢাকা

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

সাভার (ঢাকা) প্রতিনিধি 

সভায় বক্তব্য দেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ছবি: আজকের পত্রিকা

নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে ব্যর্থ। ছয় মাস পেরিয়ে যাচ্ছে, কিন্তু উনার কোনো দক্ষতা দেখাতে পারেননি।’

আজ মঙ্গলবার দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে নিরাপদ সড়ক চাই সাভার শাখার আয়োজনে সুধী ও শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস কাঞ্চন এ কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, প্রকৃত অর্থে আইনশৃঙ্খলা রক্ষার জন্য সে রকম উপদেষ্টা হলে এগুলো হতো না। ছয় মাস পেরিয়ে যাচ্ছে, কিন্তু তাঁর কোনো দক্ষতা দেখাতে পারেননি।

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘আমি মনে করি, উনি আসলে উনার দক্ষতা দেখাতে পারছেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এমন চরমে গিয়েছে, যে জায়গা থেকে উত্তরণের জন্য একজন শক্ত-সমর্থ মানুষকে উপদেষ্টা হিসেবে আনা দরকার।’

কক্সবাজারে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলাসহ আইনশৃঙ্খলার অবনতির কথা তুলে ধরে নিসচার চেয়ারম্যান বলেন, ‘চলে যাওয়া ফ্যাসিস্ট সরকারের দোসররা এই কাজগুলো করছে, পাশাপাশি সন্ত্রাসী যারা আছে, তারা সুযোগ বুঝে কাজগুলো করছে। সেই জায়গায় যদি এ রকম স্বরাষ্ট্র উপদেষ্টা থাকেন, তাহলে উনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাই প্রধান উপদেষ্টাকে বলব, অবিলম্বে তাঁকে সরিয়ে দেওয়া হোক। উনার জায়গায় একজন যোগ্য মানুষকে আনা হোক।’

এ সময় ইলিয়াস কাঞ্চন সারা দেশে সড়ক দুর্ঘটনা রোধে এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের সতর্ক হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাভার সরকারি কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির, নিসচা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক যুববিষয়ক সম্পাদক নাহিদ মিয়া, সাভার উপজেলা নিসচার সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে