সুপ্রিম কোর্টের হিসাব শাখায় থাকা দুটি পুরোনো সিন্দুকে কী আছে তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছিল।
আজ বুধবার সিন্দুক দুটি কাটার সময় দেখার জন্য ভিড় করেন উৎসুক জনতা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় গ্যাস কাটার দিয়ে সিন্দুক দুটি কাটা হয়।
এর মধ্যে একটিতে বান্ডিল করা টাকা, পুরোনো চিঠি, সিলমোহর, চাবি এবং পাকিস্তান আমলের কিছু ধাতব মুদ্রা পাওয়া যায়। এ ছাড়া অপরটিতে পাউডারের মতো মাটি পাওয়া যায়। ভেতরে পানি প্রবেশ করায় যা আঠালো হয়ে গেছে।
সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সিন্দুক দুটি বেশ পুরোনো। তবে কত আগের সেটি বলা সম্ভব নয়। এর মধ্যে একটিতে ২০০৮ সালের ফৌজদারি মামলার নথি ছিল। যাতে ১৪ হাজার টাকার উল্লেখ আছে।’
তিনি আরও জানান, সিন্দুক দুটি নিলামে বিক্রি করার সময় শর্ত ছিল ভেতরে থাকা জিনিসপত্র খুলে দিয়ে যেতে হবে। সে জন্যই এগুলো কাটা হয়।