হোম > সারা দেশ > ঢাকা

পাকিস্তানি মুদ্রা মিলল সুপ্রিম কোর্টের সিন্দুকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্টের হিসাব শাখায় থাকা দুটি পুরোনো সিন্দুকে কী আছে তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছিল। 
আজ বুধবার সিন্দুক দুটি কাটার সময় দেখার জন্য ভিড় করেন উৎসুক জনতা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় গ্যাস কাটার দিয়ে সিন্দুক দুটি কাটা হয়। 

এর মধ্যে একটিতে বান্ডিল করা টাকা, পুরোনো চিঠি, সিলমোহর, চাবি এবং পাকিস্তান আমলের কিছু ধাতব মুদ্রা পাওয়া যায়। এ ছাড়া অপরটিতে পাউডারের মতো মাটি পাওয়া যায়। ভেতরে পানি প্রবেশ করায় যা আঠালো হয়ে গেছে। 

সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সিন্দুক দুটি বেশ পুরোনো। তবে কত আগের সেটি বলা সম্ভব নয়। এর মধ্যে একটিতে ২০০৮ সালের ফৌজদারি মামলার নথি ছিল। যাতে ১৪ হাজার টাকার উল্লেখ আছে।’

‘ধারণা করছি, এখানে ১৪ হাজার টাকা ছিল। এ ছাড়া পুরোনো চিঠি, সিলমোহর, চাবি এবং পাকিস্তান আমলের কিছু ধাতব মুদ্রা ছিল’ বলে জানান তিনি। 

সুপ্রিম কোর্ট প্রশাসনের কোর্ট কিপার বশির আহমেদ হিরা আজকের পত্রিকাকে বলেন, ‘সিন্দুক দুটি কত আগের সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে ধারণা করছি, পাকিস্তান আমলে এখানে আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর এসব সিন্দুক তৈরি করা হয়েছিল।’ 

তিনি আরও জানান, সিন্দুক দুটি নিলামে বিক্রি করার সময় শর্ত ছিল ভেতরে থাকা জিনিসপত্র খুলে দিয়ে যেতে হবে। সে জন্যই এগুলো কাটা হয়।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ