হোম > সারা দেশ > ঢাকা

পাকিস্তানি মুদ্রা মিলল সুপ্রিম কোর্টের সিন্দুকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্টের হিসাব শাখায় থাকা দুটি পুরোনো সিন্দুকে কী আছে তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছিল। 
আজ বুধবার সিন্দুক দুটি কাটার সময় দেখার জন্য ভিড় করেন উৎসুক জনতা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় গ্যাস কাটার দিয়ে সিন্দুক দুটি কাটা হয়। 

এর মধ্যে একটিতে বান্ডিল করা টাকা, পুরোনো চিঠি, সিলমোহর, চাবি এবং পাকিস্তান আমলের কিছু ধাতব মুদ্রা পাওয়া যায়। এ ছাড়া অপরটিতে পাউডারের মতো মাটি পাওয়া যায়। ভেতরে পানি প্রবেশ করায় যা আঠালো হয়ে গেছে। 

সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সিন্দুক দুটি বেশ পুরোনো। তবে কত আগের সেটি বলা সম্ভব নয়। এর মধ্যে একটিতে ২০০৮ সালের ফৌজদারি মামলার নথি ছিল। যাতে ১৪ হাজার টাকার উল্লেখ আছে।’

‘ধারণা করছি, এখানে ১৪ হাজার টাকা ছিল। এ ছাড়া পুরোনো চিঠি, সিলমোহর, চাবি এবং পাকিস্তান আমলের কিছু ধাতব মুদ্রা ছিল’ বলে জানান তিনি। 

সুপ্রিম কোর্ট প্রশাসনের কোর্ট কিপার বশির আহমেদ হিরা আজকের পত্রিকাকে বলেন, ‘সিন্দুক দুটি কত আগের সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে ধারণা করছি, পাকিস্তান আমলে এখানে আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর এসব সিন্দুক তৈরি করা হয়েছিল।’ 

তিনি আরও জানান, সিন্দুক দুটি নিলামে বিক্রি করার সময় শর্ত ছিল ভেতরে থাকা জিনিসপত্র খুলে দিয়ে যেতে হবে। সে জন্যই এগুলো কাটা হয়।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস