হোম > সারা দেশ > ঢাকা

জ্বর নিয়ে এলেই ডেঙ্গু ধরা পড়ছে

প্রতিনিধি, মিটফোর্ড (ঢাকা) 

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি রয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত আগের সব রেকর্ড ভেঙে শনিবার হাসপাতালটিতে ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। যা হাসপাতালটিতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা এ বছরের মধ্যে সর্বোচ্চ। শুধু গত ২৪ ঘণ্টায় ৪৬ জন রোগী হাসপাতালটিতে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শুক্রবার এক জন রোগীর মৃত্যু হয়েছে। তাঁর শরীরে ডেঙ্গুর সর্বোচ্চ উপসর্গ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ নিয়ে হাসপাতালটিতে মারা গেছেন তিনজন রোগী। 

এদিকে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখনো দৈনিক দুই শতাধিক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২০৪ জন। তাঁদের মধ্যে ১৯৪ জনই রাজধানীতে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে সাত দিনে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৬৬১ জন। গতকাল শুক্রবার ভর্তি হন ২১৪ জন। তাঁদের মধ্যে ২১১ জনই রাজধানীর। আর এর আগের দিন বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছিল ২১৮ জন, বুধবার ২৩৭ জন এবং গত মঙ্গলবার এ সংখ্যা ছিল ২৬৪। গত সপ্তাহে সর্বোচ্চ ২৮৭ জন রোগী ভর্তি হন। 

ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে হাসপাতালটিতে গত মঙ্গলবার থেকে নতুন ডেঙ্গু ওয়ার্ড চালু করছে কর্তৃপক্ষ। হাসপাতালের ২ নম্বর ভবনের ৮ তলায় ৮০ শয্যা বিশিষ্ট ওই ডেঙ্গু ইউনিট প্রস্তুত করা হয়েছিল। এখন ওই ইউনিট ছাড়াও ৩ নম্বর ভবনের মেডিসিন ইউনিটে অতিরিক্ত ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

হাসপাতালটির মেডিসিন বিভাগে দেখা যায়, ওয়ার্ডে অধিকাংশই ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। চিকিৎসকেরা বলছেন, জ্বর নিয়ে কোন রোগী আসলেই ডেঙ্গু ধরা পড়ছে। দ্রুত রোগীদের রক্তের প্লাটিলেট কমে যাচ্ছে। ডাক্তারদের আন্তরিক চিকিৎসার কারণে প্রাণহানির পরিমাণ কম রয়েছে। এমন অবস্থা চলতে থাকলে আগস্ট মাসে ডেঙ্গুর হার ভয়াবহ পর্যায়ে চলে যেতে পারে বলে সতর্ক করেন তারা। 

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মিজানুর রহমান বলেন, ঠান্ডা জ্বর উপসর্গ নিয়ে আসা রোগীদের আমরা পরীক্ষা করার পর ডেঙ্গু পজিটিভ আসলে ভর্তি করছি। গত কয়েক দিন ধরে রোগীর চাপ ক্রমশ বাড়ছে।

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮