হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ২ পুলিশ সদস্যের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর শ্যামপুরে সহিংসতায় আহত ও মিরপুর পুলিশ লাইনে মিস ফায়ারে গুলিবিদ্ধ হয়ে আহত দুই পুলিশ সদস্য মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। 

গতকাল সন্ধ্যায় ভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁরা। 

নিহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল খলিলুর রহমান (৫৩)। তিনি ৫ আগস্ট সহিংসতায় আহত হয়ে ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার তালতলা গ্রামে। তিনি শ্যামপুর থানায় কর্মরত ছিলেন। 

অপরজন হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আল আমিন (৩১)। তিনি গত সোমবার (১২ আগস্ট) মিরপুর পুলিশ লাইনের অস্ত্রাগারে মিস ফায়ারে গুলিবিদ্ধ হন। লালমনিরহাট সদর জেলার গোকুস্তা কাচারিপাড়া গ্রামের বককার আলীর ছেলে এএসআই আল আমিন। তিনি দারুসসালাম থানায় কর্মরত ছিলেন। 

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, সোমবার (১২ আগস্ট) বিকেলে মিরপুর পুলিশ লাইনে জমাকৃত অস্ত্র আনতে যায় দারুসসালাম থানার এএসআই আল আমিনসহ অনেকেই। সেখানে এএসআই ইয়াছিন আলী নামে একজন পুলিশ সদস্যের হাত থেকে পিস্তলের গুলি বের হয়ে আল আমিনের পেটের বাঁপাশে বিদ্ধ হয়ে পিঠ দিয়ে বের হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে সহকর্মীরা। সেখান থেকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এদিকে শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) তোরগুল হাসান সোহাগ সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, ৫ আগস্ট বিকেলে কে বা কারা শ্যামপুর থানার পুলিশ সদস্য খলিলুরকে মারধর করে ছাদ থেকে ফেলে দেয়। আহত অবস্থায় তাঁকে ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল (বুধবার) বিকেলে তিনি মারা যান।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট