হোম > সারা দেশ > ঢাকা

আশ্বাসে নয়, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাসে হাফ পাস ও দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান নিহত হওয়ার ঘটনায় ঘাতক চালকের দ্রুত সময়ে বিচার দাবি করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ ছাড়া ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় তুলে ধরা ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য দুই দিনের সময় বেঁধে দিয়ে রাস্তা ছেড়েছে তারা। তবে আগামীকাল রোববার ও আগামী সোমবার ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ চালিয়ে যাবে। 

শনিবার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা হাফ পাস ও শিক্ষার্থী হত্যার বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ করে। রাজধানীর ধানমন্ডি ২৭ রাস্তা অবরোধ করে তারা। 

দাবির বিষয়ে শিক্ষার্থীরা জানিয়েছে, ৯ দফা দাবি আদায়ে গত বৃহস্পতিবার তারা সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে গিয়েছিল। বিআরটিএ কর্তৃপক্ষ এক সপ্তাহ সময় চেয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে ওই দিন দুপুরে শিক্ষার্থীরা বিআরটিএ কার্যালয় ঘেরাও করবে। 

আন্দোলনে আবারও ৯ দফা দাবি ঘোষণা করে এক শিক্ষার্থী। তাদের দাবিগুলো হলো, দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিক্ষার্থীসহ সব সড়ক হত্যার বিচার করতে হবে ও পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। ঢাকাসহ সারা দেশে সব গণপরিবহনে (সড়ক, নৌ, রেল ও মেট্রোরেল) শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে। গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জনসাধারণের চলাচলের জন্য যথাস্থানে ফুটপাত, ফুটওভার ব্রিজ বা বিকল্প নিরাপত্তাব্যবস্থা দ্রুততর সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। সড়ক দুর্ঘটনায় আহত সব যাত্রী এবং পরিবহনশ্রমিকের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। পরিকল্পিত বাস স্টপেজ ও পার্কিং স্পেস নির্মাণ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। (এ ক্ষেত্রে প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করতে হবে)। দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ও যথাযথ তদন্ত সাপেক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি বা মহলকে নিতে হবে। বৈধ ও অবৈধ যানবাহন চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধতার আওতায় আনতে হবে এবং বিআরটিএর সব কর্মকাণ্ডের ওপর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ঢাকাসহ সারা দেশে ট্রাফিক ব্যবস্থাপনা অবিলম্বে স্বয়ংক্রিয় ও আধুনিকায়ন এবং পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে হবে। ট্রাফিক আইনের প্রতি জনসচেতনতা বৃদ্ধির জন্য একে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সচেতনতামূলক অনুষ্ঠান সম্প্রচার করতে হবে। 

শুধু আশ্বাসে নয়, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। ধানমন্ডি-২৭ এ সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, দুয়ারিপাড়া সরকারি স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও সরকারি কলেজ, আলহাজ্ব মকবুল বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা মহিলা কলেজ, রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি হাইস্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয়। 

আন্দোলনে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা বাসে হাফ পাস মানা হচ্ছে কি না, এবং চালকের বৈধ লাইসেন্স আছে কি না, যাচাই করে দেখে। বাস ও ব্যক্তিগত গাড়ির কাগজ ও চালকের লাইসেন্স না থাকায় বেশ কয়েকজনকে পুলিশের হাতে তুলে দেয় তারা। পরে তাদের জরিমানা ও মামলা দেন কর্তব্যরত সার্জেন্ট। 

মিরপুরে খাঁচা থেকে বেরিয়ে এল সিংহী, আর চিড়িয়াখানা থেকে দর্শনার্থীরা

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি