হোম > সারা দেশ > ঢাকা

সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শিশুর পরিচয় মিলছে না 

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একটি শিশুর (১৫) পরিচয় পাওয়া যাচ্ছে না। মাথায় গুলিবিদ্ধ ওই শিশুকে ৫ আগস্ট অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পক্ষ থেকে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন,‘৫ আগস্ট সন্ধ্যার দিকে কয়েকজন লোক শিশুটিকে আমাদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তার মাথার পেছন দিক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। শিশুটির নাম রাকিব বলে জানিয়েছিলেন তাঁরা।’

কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আহত হয়ে শিশুটি থানার পাশে রাস্তার ওপরে অচেতন অবস্থায় পড়ে ছিল বলে হাসপাতালে নিয়ে আসা লোকজন জানান। তবে শিশুটির পরিচয় জানাতে পারেননি তাঁরা। 

ইউসুফ আলী আরও বলেন, আজ রোববার বিকেল পর্যন্ত শিশুটির খোঁজে কেউ আসেননি। হাসপাতালের পক্ষ থেকে তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তাকে ওষুধ ও চিকিৎসা দেওয়া হচ্ছে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো আইসিও বিভাগের জুনিয়র কনসালট্যান্ট আরিফ হাসান তানভীর বলেন, ‘শিশুটির মাথার পেছন দিক থেকে গুলি ঢুকে মাথার মাঝ বরাবর মস্তিষ্কের মধ্যে আটকে রয়েছে। গুলিটি বের করা বেশ ঝুঁকির কাজ। অস্ত্রোপচারের সময় টেবিলেই তার মৃত্যু হতে পারে। তাই গুলি বের করার চেষ্টা না করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইনফেকশন না হলে ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠতে পারে।’

আরিফ হাসান আরও বলেন, ‘শিশুটিকে যেদিন ভর্তি করা হয়, সেদিন পুরোপুরি সে অবচেতন ছিল। দুই দিন পর থেকে তার জ্ঞান ফিরতে শুরু করলে সে অস্পষ্টভাবে কথা বলতে থাকে। এখন সে আংশিক অবচেতন অবস্থায় আছে।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট