হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে জুলাই গণ-অভ্যুত্থানে জেল পলাতক একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

গণ-অভ্যুত্থানের সময় জেলপলাতক গ্রেপ্তারকৃত আতিকুল ইসলাম। ছবি : আজকের পত্রিকা

নরসিংদীর শিবপুরে একাধিক মামলার আসামি জুলাই গণ-অভ্যুত্থানের সময় জেল পলাতক আতিকুল ইসলাম ভূইয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে এ তথ্য জানান শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন। এর আগে শুক্রবার (৯ মে) দিবাগত রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গোলাকান্দাইল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আতিকুল ইসলাম উপজেলার বাঘাব ইউনিয়নের লামপুর গ্রামের হান্নান ভূঁইয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে নরসিংদীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, ৪ মে দিবাগত মধ্যরাতে শিবপুর উপজেলার লামপুর গ্রামে সিঙ্গাপুরপ্রবাসী লুৎফর রহমানের বাড়িতে ১০-১২ জন মিলে ডাকাতি করে। ডাকাত দল স্বর্ণালংকার, মোবাইলসহ প্রায় ২৫ লাখ টাকার পণ্যসামগ্রী লুটে নিয়ে যায়। ঘটনার পরদিন প্রবাসীর বাবা রুহুল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেন। আতিকুলকে গ্রেপ্তারের পর তিনি সিঙ্গাপুরপ্রবাসী লুৎফর রহমানের বাড়িতে ডাকাতি করার কথা স্বীকার করেন। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রবাসীর বাড়ি থেকে লুট হওয়া সাবান ও পাওয়ার ব্যাংক।

প্রবাসী লুৎফর রহমান বলেন, ‘১ মে আমি সিঙ্গাপুর থেকে বাড়িতে আসি। ৪ মে মধ্যরাতে ১০-১২ জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে সিঙ্গাপুর থেকে নিয়ে আসা পণ্যসামগ্রীসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।’

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, ‘প্রবাসী লুৎফর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনায় কুখ্যাত ডাকাত সর্দার আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সে জেল পলাতক ছিল। তাকে শনিবার আদালতে পাঠানো হয়েছে। ডাকাতির ঘটনায় লুট হওয়া অন্য মালপত্র উদ্ধার এবং বাকি ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা