হোম > সারা দেশ > ঢাকা

শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুই হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী ও রায়েরবাগে দুই যুবকের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে মামলা দুটি দায়ের করা হয়।

আদালত পৃথকভাবে দুই বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে কোনো মামলা বা জিডি আছে কি না যাত্রাবাড়ী থানা-পুলিশকে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।

শেখ হাসিনা, শেখ রেহেনাসহ ১০৭ জন আসামি করে মামলা:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই দুপুরে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে ইমন নামে এক যুবক মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানাসহ ১০৭ জনকে আসামি করে মামলা করেন ইমনের মা জোসনা। অপর আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, হাবিবুর রহমান, হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার প্রমুখ।

মামলার অভিযোগে বলা হয়েছে, পুলিশসহ আওয়ামী লীগের নেতা–কর্মীরা হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে ইমন মারা যান।

শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা:
গত ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ীর কুতুবখালী টোল প্লাজার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান রাকিব নামের এক যুবক। এ ঘটনায় শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা করেছেন রাকিবের মা কহিনূর বেগম। অপর আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আসাদুজ্জামান খান, মশিউর রহমান সজল, হারুনর রশীদ মুন্না, আবু আহমেদ মন্নাফী ও কামরুল হাসান রিপন। এ মামলার অভিযোগে বলা হয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাদের গুলিতে বাদীর ছেলের মৃত্যু হয়েছে।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব