ঘূর্ণিঝড় রিমাল বইছে রাজধানীর ওপর দিয়ে। বৃষ্টির সঙ্গে তাই ঝোড়ো হাওয়া। তাতে বাঁধ সাধেনি সুর সাধনায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব চলছে জোর কদমেই।
২৬ মে শুরু হওয়া উৎসবের দ্বিতীয় দিন আজ সোমবার সাজানো ছিল সংগীত ও নৃত্যের পসরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই সমবেত নৃত্য ‘মণিপুরি’ পরিবেশন করে নৃত্য সংগঠন দীক্ষা। পরেই ‘কত্থক’ নৃত্য পরিবেশন করে দেশের প্রথিতযশা নৃত্য সংস্থা নৃত্যাঞ্চল।
নাচের পরে আসে সংগীত পরিবেশনের পালা। একক সংগীত পরিবেশন করেন করিম শাহাবুদ্দিন ও ড. শেখর মণ্ডল। আবারও নৃত্য ‘ভরতনাট্যম’ পরিবেশন করেন অমিত চৌধুরী ও ‘কত্থক’ নৃত্য পরিবেশন করেন স্নাতা শাহরীন। এরপর একক সংগীত পরিবেশন করেন শেখ জমীম ও সাইফুল তানকার। এভাবে সংগীত ও নাচের ধারাবাহিক আয়োজনে বৃষ্টিস্নাত সন্ধ্যা হয়ে ওঠে মোহনীয়।
শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের চর্চা ও প্রসার এবং নতুন প্রজন্মের শিল্পীদের সংগীতের সমৃদ্ধ এ ধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই আয়োজন করে। সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় ৪ দিনব্যাপী এই আয়োজন চলার কথা ২৯ মে পর্যন্ত। কিন্তু একাডেমি জানিয়েছে, দুই দিন বাড়িয়ে ১৬ তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব চলবে আগামী ৩১ মে পর্যন্ত।