হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে সড়কে মিলল যুবকের গলাকাটা মরদেহ 

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে মেহেদী হাসান নামে (৩৫) এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের হাফিজের দোকানের সামনের সড়ক থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত মেহেদী হাসান সাগর মধ্যকরপাড়া গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে।

মৃতের স্ত্রী রুপা বেগম বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে আমার স্বামীর মোবাইলে একটি কল আসে। পরে রাত ১টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। পরে আর ফিরে আসেনি।’

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আসাদুজ্জামান টিটো বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ভোরে সড়কের ওপর ওই যুবকের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিদর্শক আরও বলেন, মরদেহের গলাকাটা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন রয়েছে। তবে, কে বা কারা এবং কী কারণে তাঁকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে