হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় সাঁতার শিখতে গিয়ে ভাইবোনের মৃত্যু

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাঁতার শিখতে গিয়ে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পাটগাতী ইউনিয়নের চর গওহরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু আলিফ (৭) ও জিম (১১) চিতলমারী উপজেলার কালিগঞ্জ গ্রামের মিলন মৃধার ছেলেমেয়ে। জিম টুঙ্গিপাড়া উপজেলার চর গওহরডাঙ্গা গ্রামে তার মামা শফিকুল বিশ্বাসের বাড়িতে থেকে লেখাপড়া করত। ছোট ভাই আলিফ গতকাল সোমবার সেখানে বেড়াতে যায়।

জিম ও আলিফের মামা শফিকুল বিশ্বাস জানান, তাঁর ভাগনি জিম তাদের বাড়িতে থেকে লেখাপড়া করত। এ ছাড়া ভাগনে আলিফ গতকাল গওহরডাঙ্গা বেড়াতে আসে। আজ মঙ্গলবার দুপুরে জিম তার ছোট ভাই আলিফকে সাঁতার শেখাতে বাড়ির পার্শ্ববর্তী ঘেরে নিয়ে যায়। পরে সাঁতার শিখতে গিয়ে আলিফ পানিতে ডুবে গেলে জিম বাঁচাতে গেলে নিজেও পানিতে ডুবে যায়।

শফিকুল বিশ্বাস আরও জানান, তখন ছোট একটি মেয়ে তাদের পানিতে ডুবতে দেখে বাড়িতে খবর দেয়।

বাড়ির লোকজন গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। মৃত দুই শিশুকে চিতলমারীর কালিগঞ্জ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে বলেও জানান শফিকুল। 

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মণ্ডল বলেন, দুই ভাইবোনের মৃত্যুর বিষয়ে থানাকে তাদের পরিবারের কেউ অবগত করেনি। 

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড