হোম > সারা দেশ > ঢাকা

বেতন-ভাতার দাবিতে তৃতীয় টার্মিনালের শ্রমিকদের মহাসড়ক অবরোধ

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের নির্মাণশ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। এতে আধ ঘণ্টারও বেশি সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্থবির হয়ে পড়েছিল। বিমানবন্দরের বলাকা ভবনের সামনের সড়কের উভয় পাশে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সিসিসিএল নামক একটি প্রতিষ্ঠানের নির্মাণ শ্রমিকেরা এই আন্দোলন শুরু করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। 

অবরোধে প্রায় শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

ওই সড়কে চলাচলরত পথচারীদের অনেকেই আজকের পত্রিকাকে বলেন—তৃতীয় টার্মিনালের শ্রমিকেরা প্রথমে বলাকা ভবনের সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। আন্দোলনকালে শ্রমিকেরা ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, দ্রুত বকেয়া বেতন-ভাতা দিতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন। 

এ বিষয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সিসিসিএল নামের একটি নির্মাণ প্রতিষ্ঠানের শ্রমিকদের কেউ কেউ দুই মাসের, কেউ আড়াই মাসের বেতন পাবেন। কিন্তু কোম্পানিটি শ্রমিকদের বেতন-ভাতা না দিয়ে টালবাহানা করছিল। যার কারণে ওই কোম্পানির প্রায় ৬০-৭০ জন শ্রমিক মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছিল। পরে আমরা গিয়ে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি।’ 

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল