হোম > সারা দেশ > মাদারীপুর

ঢাকা-বরিশাল মহাসড়কের কোটা আন্দোলনকারী-ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৪ 

মাদারীপুর প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের মস্তফাপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করলে ছাত্রলীগের নেতা–কর্মীরা তাঁদের বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

আহত ব্যক্তিরা হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় এলাকার গোলাম মাওলা মুন্সির মেয়ে সামিয়া আক্তার (১৮), মাদারীপুর শহরের পানিছত্র এলাকার সেলিম মিয়ার মেয়ে তানজিলা আক্তার (১৮), কাজী আল-আমিন (২২)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁরা সবাই মাদারীপুর সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল ১০টার দিকে আন্দোলনকারীরা কোটা সংস্কারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরে অবস্থান নেন। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১২টার দিকে মাদারীপুরের জেলা ছাত্রলীগের নেতা–কর্মীরা সড়ক থেকে আন্দোলনকারীদের সরে যেতে বলেন। এ সময় উভয়ের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে। এতে আন্দোলনকারী চার শিক্ষার্থী আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, আন্দোলনকারীরা ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিলে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন