হোম > সারা দেশ > মাদারীপুর

ঢাকা-বরিশাল মহাসড়কের কোটা আন্দোলনকারী-ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৪ 

মাদারীপুর প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের মস্তফাপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করলে ছাত্রলীগের নেতা–কর্মীরা তাঁদের বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

আহত ব্যক্তিরা হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় এলাকার গোলাম মাওলা মুন্সির মেয়ে সামিয়া আক্তার (১৮), মাদারীপুর শহরের পানিছত্র এলাকার সেলিম মিয়ার মেয়ে তানজিলা আক্তার (১৮), কাজী আল-আমিন (২২)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁরা সবাই মাদারীপুর সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল ১০টার দিকে আন্দোলনকারীরা কোটা সংস্কারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরে অবস্থান নেন। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১২টার দিকে মাদারীপুরের জেলা ছাত্রলীগের নেতা–কর্মীরা সড়ক থেকে আন্দোলনকারীদের সরে যেতে বলেন। এ সময় উভয়ের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে। এতে আন্দোলনকারী চার শিক্ষার্থী আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, আন্দোলনকারীরা ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিলে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী