হোম > সারা দেশ > মাদারীপুর

ঢাকা-বরিশাল মহাসড়কের কোটা আন্দোলনকারী-ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৪ 

মাদারীপুর প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের মস্তফাপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করলে ছাত্রলীগের নেতা–কর্মীরা তাঁদের বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

আহত ব্যক্তিরা হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় এলাকার গোলাম মাওলা মুন্সির মেয়ে সামিয়া আক্তার (১৮), মাদারীপুর শহরের পানিছত্র এলাকার সেলিম মিয়ার মেয়ে তানজিলা আক্তার (১৮), কাজী আল-আমিন (২২)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁরা সবাই মাদারীপুর সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল ১০টার দিকে আন্দোলনকারীরা কোটা সংস্কারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরে অবস্থান নেন। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১২টার দিকে মাদারীপুরের জেলা ছাত্রলীগের নেতা–কর্মীরা সড়ক থেকে আন্দোলনকারীদের সরে যেতে বলেন। এ সময় উভয়ের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে। এতে আন্দোলনকারী চার শিক্ষার্থী আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, আন্দোলনকারীরা ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিলে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য