হোম > সারা দেশ > ঢাকা

রামপুরায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, কলেজশিক্ষার্থী নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়াপদা রোড এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর নাম পুলক গোমেজ (২১)। এ ঘটনায় পুলক গোমেজের বন্ধু নয়ন (২২) গুরুতর আহত হয়েছেন। 

আজ রোববার ভোরে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় পুলক ও নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর সাড়ে ৬টার দিকে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, ভোরে সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নিয়ে এলে পুলক নামে এক শিক্ষার্থী মারা যান। আহত নয়ন হাসপাতালে ভর্তি আছেন। 

পুলকের ভগ্নিপতি রনি মাইকেল রোজারিও জানান, তাঁদের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জের নাগরি গ্রামে। পুলকের বাবার নাম বিপিন গোমেজ। পরিবারের সঙ্গে গুলশান নর্দা এলাকায় থাকতেন পুলক। গুলশানের মার্টিন লুথার কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। এক ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন পুলক। 

রনি মাইকেল রোজারিও জানান, বন্ধু নয়নের সঙ্গে রাতে মোটরসাইকেলে ঘুরতে বের হন পুলক। দুই বন্ধু পুরান ঢাকায় বিরিয়ানি খাওয়ার জন্য যান। সেখান থেকে খাবার খেয়ে ফেরার পথে রামপুরা ওয়াপদা রোড এলাকায় একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তাঁরা দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে তাঁদের প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন। 

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, রামপুরা ওয়াপদা রোডের মুখে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন। আহত নয়ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার