হোম > সারা দেশ > ঢাকা

রামপুরায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, কলেজশিক্ষার্থী নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়াপদা রোড এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর নাম পুলক গোমেজ (২১)। এ ঘটনায় পুলক গোমেজের বন্ধু নয়ন (২২) গুরুতর আহত হয়েছেন। 

আজ রোববার ভোরে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় পুলক ও নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর সাড়ে ৬টার দিকে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, ভোরে সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নিয়ে এলে পুলক নামে এক শিক্ষার্থী মারা যান। আহত নয়ন হাসপাতালে ভর্তি আছেন। 

পুলকের ভগ্নিপতি রনি মাইকেল রোজারিও জানান, তাঁদের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জের নাগরি গ্রামে। পুলকের বাবার নাম বিপিন গোমেজ। পরিবারের সঙ্গে গুলশান নর্দা এলাকায় থাকতেন পুলক। গুলশানের মার্টিন লুথার কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। এক ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন পুলক। 

রনি মাইকেল রোজারিও জানান, বন্ধু নয়নের সঙ্গে রাতে মোটরসাইকেলে ঘুরতে বের হন পুলক। দুই বন্ধু পুরান ঢাকায় বিরিয়ানি খাওয়ার জন্য যান। সেখান থেকে খাবার খেয়ে ফেরার পথে রামপুরা ওয়াপদা রোড এলাকায় একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তাঁরা দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে তাঁদের প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন। 

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, রামপুরা ওয়াপদা রোডের মুখে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন। আহত নয়ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯