হোম > সারা দেশ > ঢাকা

সহিংসতায় হেফাজতের ব্যানারে হুজি, দাবি ডিবি পুলিশের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা:  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা নিষিদ্ধ ঘোষিথ জঙ্গিগোষ্ঠী হুজির একটি পরিকল্পিত কার্যক্রম। এর সঙ্গে ছিল হেফাজতে ইসলামও। তাদের ব্যানারে সহিংসতা চালিয়েছে মূলত হুজি।

আজ সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মাহবুব আলম আজকে পত্রিকাকে একথা বলেন।

মাহবুব আলম বলেন, এটি আসলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হুজির একটি পরিকল্পিত কার্যক্রম ছিল। তবে এর সঙ্গে হেফাজতও জড়িত। তাই তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলমান থাকবে।

একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হচ্ছে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী হরকাতুল-জিহাদ আল-ইসলাম (হুজি) আবার সক্রিয় হয়েছে। এবার হেফাজতে ইসলামের সঙ্গে মিশে গিয়ে তারা সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে ২৬ থেকে ২৮ মার্চ সারা দেশে হেফাজতের ব্যানারে যে তাণ্ডব চালানো হয়েছে এর সঙ্গে হুজি সরাসরি জড়িত।

হেফাজতে ইসলামের সদ্যসাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক প্রসঙ্গে পুলিশ বলছে, ভগ্নিপতি মুফতি নেয়ামতুল্লাহ মাধ্যমে পাকিস্তানের একটি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে তাঁর। সে সম্পর্কের সূত্রে ২০০৫ সালে পাকিস্তানে ৪৫ দিন অবস্থান করেন মামুনুল। সেখান থেকে দীক্ষা নিয়ে আসা রাজনৈতিক মডেল শাপলা চত্বরসহ চলমান সহিংসতা ও সরকার উৎখাতের চেষ্টায় ব্যবহার করেন। এসব কাজে অন্ধবিশ্বাসী হেফাজতের কর্মীদের সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে।

হেফাজতের কর্মকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গি সংগঠনগুলো বিভিন্ন ইস্যুতে পরাজিত হয়ে হেফজাতসহ নানা সংগঠনের ব্যানারে দেশে আবারও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। সহিংসতা যারা করেছে তারা যতই সমঝোতার জন্য আসুক অপরাধের জন্য তাদের শাস্তির মুখোমুখি হতেই হবে।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ