ডেঙ্গুর চোখ রাঙানি বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে। এদের মধ্যে ৩৯ জনই রাজধানী ঢাকায়। এক দিনে এতসংখ্যক রোগী ভর্তি এ বছরের সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইর্মাজেন্সি ও অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে।
জানা গেছে, গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট রোগী ভর্তি হয়েছে ৪০ জন। তাদের মধ্যে ৩৯ জনই রাজধানী ঢাকায়। শনিবার পর্যন্ত হাসপাতালে মোট রোগী ভর্তি আছে ১১৫ জন। তাদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ১১১ জন। বাকি ৪ জন অন্যত্র ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ১৮ জুন পর্যন্ত মোট রোগী ভর্তি হয়েছেন ৭৩০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছে ৬১৫ জন।
বিশেষজ্ঞদের ধারণা, এ বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকটা বাড়বে। এ জন্য সচেতনতার বিকল্প নেই। পাশাপাশি মশক নিধনে ক্রাশ প্রোগাম চালাতে হবে।