হোম > সারা দেশ > ঢাকা

পয়লা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষে ট্রাফিক নির্দেশনা দিল ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা উদ্‌যাপন উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়কে যান চলাচল সীমিত ও ডাইভারশন করার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ শনিবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক নির্দেশনায় এই ট্রাফিক ব্যবস্থাপনার কথা জানানো হয়।

১৪ এপ্রিল পয়লা বৈশাখ উদ্‌যাপিত হবে। ১৪ এপ্রিল ভোর ৫টা থেকে যেসব সড়ক ও ক্রসিং নিয়ন্ত্রণ করবে পুলিশ, সেগুলো হলো—রমনা পার্ক (রমনার বটমূল), সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের বেশ কিছু সড়ক পুলিশ নিয়ন্ত্রণ করবে। সেগুলো হলো—বাংলামোটর ক্রসিং/নেভি গ্যাপ, পুলিশ ভবন ক্রসিং, সুগন্ধা ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, কদম ফোয়ারা ক্রসিং, হাইকোর্ট ক্রসিং (পূর্ব ও দক্ষিণ), দোয়েল চত্বর ক্রসিং, রোমানা ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং ও কাঁটাবন ক্রসিং।

গাড়ি চলাচলের দিকনির্দেশনা

রমনা পার্ক (রমনার বটমূল), সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেসব ডাইভারশন পয়েন্ট ছাড়া গাড়ি চলাচল করবে, সেগুলো হলো—মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলামোটর ক্রসিং বাঁয়ে মোড় নিয়ে মগবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। গোলাপ শাহ মাজার ক্রসিং-হাইকোর্ট ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদম ফোয়ারা ক্রসিং-ইউবিএল ক্রসিং-নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। সায়েন্স ল্যাব ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন মিরপুর রোড দিয়ে আজিমপুর ক্রসিং-চানখাঁরপুল ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

গাড়ি পার্কিং স্থানসমূহ

নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত। মৎস্য ভবন ক্রসিং থেকে সেগুনবাগিচা পর্যন্ত (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িসমূহ)। শিল্পকলা একাডেমি গলি (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িসমূহ)। কাঁটাবন ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত। দোয়েল চত্বর ক্রসিং থেকে শহীদুল্লাহ্‌ হল ক্রসিং পর্যন্ত। আবদুল গনি রোড।

এ বিষয়ে সবার সহযোগিতা চেয়েছে ডিএমপি।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার