হোম > সারা দেশ > নরসিংদী

রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রমজান মিয়া (৫) নামের এক শিশু নিহত হয়েছে। 

আজ শুক্রবার সকাল ১০টায় পৌর শহরের রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামের সামনে রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান রায়পুরা পৌর এলাকার মেথিকান্দা গ্রামের মামুন মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, সকালে শিশুটিকে সঙ্গে নিয়ে মা শ্রীরামপুর রেলগেট এলাকায় যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাজিদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামের সামনে পৌঁছান। এ সময় মা রাস্তা পার হয়ে ওপর পাশে চলে গেলেও শিশুটি ওই পাশেই থেকে যায়। শিশুটি রাস্তা পার হতে গেলে অটোরিকশা ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয় উদ্ধার করে হাসপাতালে পাঠান। 

নিহত শিশুটির মা ঝর্ণা বেগম জানান, রমজান রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এ সময় সে রাস্তায় ছিটকে পড়ে মাথাসহ হাত ও পায়ে আঘাত পায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সেখান থেকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর দেড়টার দিকে মারা যায়। 
 
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন বিষয়টি জানেন না।

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন