হোম > সারা দেশ > ঢাকা

মিটফোর্ডকে নকল ওষুধ মুক্ত করার প্রত্যয় বিসিডিএস সভাপতির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিটফোর্ডকে নকল ওষুধ মুক্ত করতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন ওষুধের খুচরা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) নবনির্বাচিত সভাপতি শাহ জালাল বাচ্চু। আজ সোমবার দায়িত্ব নেওয়ার প্রথম দিনে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা ব্যক্ত করেন। 

শাহ জালাল বাচ্চু বলেন, বর্তমান পরিচালনা পর্ষদ ব্যবসায়ীদের জন্য সর্বোচ্চ ত্যাগ ও চেষ্টায় বদ্ধপরিকর। পরিচালনা পর্ষদ ব্যবসায়ীদের পাশে থাকবে। ব্যবসায়ীদের নিয়েই মিটফোর্ডের সেই রমরমা ব্যবসা কীভাবে ফিরিয়ে আনা যায়, সে ব্যাপারে কাজ করা হবে। 

সভাপতি বলেছেন, ঔষধ প্রশাসন, শিল্প সমিতি অথবা প্রশাসনের কাছে নকল-ভেজাল ওষুধের অপবাদ শুনতে হয়। ব্যবসায়ীদের এ কলঙ্ক মোচন করতে হবে। মিটফোর্ড থেকে এ ধরনের অনৈতিক কাজ বন্ধ করতে হবে। 

মিটফোর্ডকে নকল ওষুধ মুক্ত করতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করে শাহ জালাল বলেন, নকল-ভেজাল ওষুধ প্রতিরোধে সরকারের উচ্চ মহল থেকে চাপ রয়েছে। গুটি কয়েক মানুষের জন্য অপবাদ পুরো ওষুধ ব্যবসায়ীদের নেওয়া যাবে না। 

ওষুধ ব্যবসায়ীরা সামনের দিনে মিটফোর্ডের ব্যবসার উন্নয়ন কীভাবে করা যায়, হয়রানিমুক্ত ব্যবসা-বাণিজ্য কীভাবে রাখা যায়, সে বিষয়ে ব্যবসায়ীদের সুচিন্তিত মতামত ও সহযোগিতা কামনা করেন তারা। পাশাপাশি গুটি কয়েক কেমিস্টের জন্য মিটফোর্ডের যে বদনাম রয়েছে, সেটি কীভাবে ঘোচানো যায়, সে ব্যাপারেও সাধারণ ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করে পরিচালনা পর্ষদ।

প্রসঙ্গত, দেশে যত ধরনের নকল-ভেজাল, আনরেজিস্টার্ড, ফিজিশিয়ান স্যাম্পল, কোড কাটা ওষুধ, লেভেলবিহীন ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ, সরকারি ওষুধ, লাগেজ পার্টির মাধ্যমে আমদানি করা ওষুধের স্বর্গ রাজ্য হচ্ছে মিটফোর্ড। বিগত দিনে অভিযান চালিয়ে নকল-ভেজাল ওষুধ উদ্ধারসহ জরিমানা করা হয়েছে।

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক