হোম > সারা দেশ > ঢাকা

মিটফোর্ডকে নকল ওষুধ মুক্ত করার প্রত্যয় বিসিডিএস সভাপতির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিটফোর্ডকে নকল ওষুধ মুক্ত করতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন ওষুধের খুচরা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) নবনির্বাচিত সভাপতি শাহ জালাল বাচ্চু। আজ সোমবার দায়িত্ব নেওয়ার প্রথম দিনে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা ব্যক্ত করেন। 

শাহ জালাল বাচ্চু বলেন, বর্তমান পরিচালনা পর্ষদ ব্যবসায়ীদের জন্য সর্বোচ্চ ত্যাগ ও চেষ্টায় বদ্ধপরিকর। পরিচালনা পর্ষদ ব্যবসায়ীদের পাশে থাকবে। ব্যবসায়ীদের নিয়েই মিটফোর্ডের সেই রমরমা ব্যবসা কীভাবে ফিরিয়ে আনা যায়, সে ব্যাপারে কাজ করা হবে। 

সভাপতি বলেছেন, ঔষধ প্রশাসন, শিল্প সমিতি অথবা প্রশাসনের কাছে নকল-ভেজাল ওষুধের অপবাদ শুনতে হয়। ব্যবসায়ীদের এ কলঙ্ক মোচন করতে হবে। মিটফোর্ড থেকে এ ধরনের অনৈতিক কাজ বন্ধ করতে হবে। 

মিটফোর্ডকে নকল ওষুধ মুক্ত করতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করে শাহ জালাল বলেন, নকল-ভেজাল ওষুধ প্রতিরোধে সরকারের উচ্চ মহল থেকে চাপ রয়েছে। গুটি কয়েক মানুষের জন্য অপবাদ পুরো ওষুধ ব্যবসায়ীদের নেওয়া যাবে না। 

ওষুধ ব্যবসায়ীরা সামনের দিনে মিটফোর্ডের ব্যবসার উন্নয়ন কীভাবে করা যায়, হয়রানিমুক্ত ব্যবসা-বাণিজ্য কীভাবে রাখা যায়, সে বিষয়ে ব্যবসায়ীদের সুচিন্তিত মতামত ও সহযোগিতা কামনা করেন তারা। পাশাপাশি গুটি কয়েক কেমিস্টের জন্য মিটফোর্ডের যে বদনাম রয়েছে, সেটি কীভাবে ঘোচানো যায়, সে ব্যাপারেও সাধারণ ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করে পরিচালনা পর্ষদ।

প্রসঙ্গত, দেশে যত ধরনের নকল-ভেজাল, আনরেজিস্টার্ড, ফিজিশিয়ান স্যাম্পল, কোড কাটা ওষুধ, লেভেলবিহীন ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ, সরকারি ওষুধ, লাগেজ পার্টির মাধ্যমে আমদানি করা ওষুধের স্বর্গ রাজ্য হচ্ছে মিটফোর্ড। বিগত দিনে অভিযান চালিয়ে নকল-ভেজাল ওষুধ উদ্ধারসহ জরিমানা করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা