হোম > সারা দেশ > ঢাকা

কেন্দ্রীয় কারাগারের দুই আসামির ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিনিধি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী পৃথক দুই আসামির ঢাকা মেডিকেলে মারা গেছেন। এঁরা হলেন হাজতি সাবিদ হোসেন নান্টু (২৮) ও সবুজ মিয়া (৬৫)। 

আজ বুধবার সকাল ৭টার দিকে হাজতি সাবিদকে ও দুপুর সাড়ে ১২টার দিকে সবুজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কারাগারের দুই বন্দী ঢাকা মেডিকেলে মারা গেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। 

ঢাকা মেডিকেলে কর্মরত কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, তাঁরা দুজনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী ছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা চিকিৎসকের পরামর্শে কারারক্ষীরা সকালে সাবিদকে ও দুপুরে সবুজকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

রোকনুজ্জামান জানান, মৃত সাবিদের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চামড়াগুদাম গ্রামে। বাবার নাম মৃত টিপু সুলতান। টঙ্গী থানায় মাদক মামলার আসামি ছিলেন সাবিদ। মৃতদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর সবুজের বাবার নাম আব্দুস সোবহান। তাঁর মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। মৃতদেহ মর্গে রয়েছে।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ