হোম > সারা দেশ > ঢাকা

কেন্দ্রীয় কারাগারের দুই আসামির ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিনিধি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী পৃথক দুই আসামির ঢাকা মেডিকেলে মারা গেছেন। এঁরা হলেন হাজতি সাবিদ হোসেন নান্টু (২৮) ও সবুজ মিয়া (৬৫)। 

আজ বুধবার সকাল ৭টার দিকে হাজতি সাবিদকে ও দুপুর সাড়ে ১২টার দিকে সবুজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কারাগারের দুই বন্দী ঢাকা মেডিকেলে মারা গেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। 

ঢাকা মেডিকেলে কর্মরত কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, তাঁরা দুজনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী ছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা চিকিৎসকের পরামর্শে কারারক্ষীরা সকালে সাবিদকে ও দুপুরে সবুজকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

রোকনুজ্জামান জানান, মৃত সাবিদের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চামড়াগুদাম গ্রামে। বাবার নাম মৃত টিপু সুলতান। টঙ্গী থানায় মাদক মামলার আসামি ছিলেন সাবিদ। মৃতদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর সবুজের বাবার নাম আব্দুস সোবহান। তাঁর মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। মৃতদেহ মর্গে রয়েছে।

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ