হোম > সারা দেশ > গাজীপুর

জাহাঙ্গীরের মেয়র পদের বিষয়ে সিদ্ধান্ত ২ মে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে জাহাঙ্গীর আলম বসতে পারবেন কি না—এ বিষয়ে রায়ের জন্য আগামী ২ মে দিন ধার্য করেছেন হাইকোর্ট। ওই দিন শুনানি শেষে রায় দেবেন আদালত। 

আজ মঙ্গলবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চে রায়ের জন্য কার্যতালিকার ১১ নম্বরে ছিল। তবে সিটি করপোরেশন আইনের কিছু বিষয়ে প্রশ্ন তুলে তা পরিষ্কার করতে নতুন করে দিন ধার্য করেন আদালত। 

এর আগে মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। 

২০২১ সালের সেপ্টেম্বরে গোপনে ধারণ করা জাহাঙ্গীরের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। পরে তাঁকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। এরপর বিভিন্ন অভিযোগে মেয়র পদ থেকেও তাঁকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।

সাময়িক বরখাস্ত করার প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ভুয়া টেন্ডার, আরএফকিউ, বিভিন্ন পদে অযৌক্তিক লোকবল নিয়োগ, বিশ্ব ইজতেমা উপলক্ষে ভুয়া বিল-ভাউচার, একই কাজ বিভিন্ন প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাৎসহ নানান অভিযোগ ওঠে।

পরে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত বছরের ১৪ আগস্ট রিট করেন জাহাঙ্গীর আলম। ওই রিটের শুনানি নিয়ে ২৩ আগস্ট রুল জারি করেন হাইকোর্ট।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট