হোম > সারা দেশ > গাজীপুর

জাহাঙ্গীরের মেয়র পদের বিষয়ে সিদ্ধান্ত ২ মে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে জাহাঙ্গীর আলম বসতে পারবেন কি না—এ বিষয়ে রায়ের জন্য আগামী ২ মে দিন ধার্য করেছেন হাইকোর্ট। ওই দিন শুনানি শেষে রায় দেবেন আদালত। 

আজ মঙ্গলবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চে রায়ের জন্য কার্যতালিকার ১১ নম্বরে ছিল। তবে সিটি করপোরেশন আইনের কিছু বিষয়ে প্রশ্ন তুলে তা পরিষ্কার করতে নতুন করে দিন ধার্য করেন আদালত। 

এর আগে মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। 

২০২১ সালের সেপ্টেম্বরে গোপনে ধারণ করা জাহাঙ্গীরের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। পরে তাঁকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। এরপর বিভিন্ন অভিযোগে মেয়র পদ থেকেও তাঁকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।

সাময়িক বরখাস্ত করার প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ভুয়া টেন্ডার, আরএফকিউ, বিভিন্ন পদে অযৌক্তিক লোকবল নিয়োগ, বিশ্ব ইজতেমা উপলক্ষে ভুয়া বিল-ভাউচার, একই কাজ বিভিন্ন প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাৎসহ নানান অভিযোগ ওঠে।

পরে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত বছরের ১৪ আগস্ট রিট করেন জাহাঙ্গীর আলম। ওই রিটের শুনানি নিয়ে ২৩ আগস্ট রুল জারি করেন হাইকোর্ট।

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১