হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে বিবিএস কেব্‌ল কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে আজ শনিবার সকালে বিবিএস কেব্‌ল নামের একটি কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ‘নিয়মবহির্ভূতভাবে’ শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে একটি কারখানায় কর্মবিরতি পালন, আঞ্চলিক সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের বিবিএস কেব্‌ল নামের একটি কারখানার কয়েক শ শ্রমিক এই বিক্ষোভ করেন।

কারখানার শ্রমিক মনির হোসেন বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ হঠাৎ আমাদের ১২ জন শ্রমিককে চাকরিচ্যুত করে নোটিশ দেয়। এটা সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে করা হয়েছে। এ জন্য আমরা সব শ্রমিক কর্মবিরতি পালন করছি। নিয়মবহির্ভূত এই আদেশ প্রত্যাহার করতে হবে।’

আরেক শ্রমিক রবিন মিয়া বলেন, ‘কর্তৃপক্ষ যখন-তখন শ্রমিক ছাঁটাই করছে। এটা অন্যায়। আজ আমরা অন্যায়ের প্রতিবাদ করতে রাস্তায় নেমেছি। আমাদের সহকর্মীদের বিরুদ্ধে অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।’

শ্রমিক লালু মিয়া বলেন, ‘শ্রমিকদের ওপর এটা অবিচার করা হয়েছে। কারখানার শ্রমিকদের পক্ষে ১০ দফা দাবি দেওয়া হয়েছে। ১০ দফা দাবি বাস্তবায়ন না হলে কোনো শ্রমিক কাজে যোগদান করবেন না।’

বিবিএস কেব্‌ল কারখানার ব্যবস্থাপক ফেরদৌস রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সব নিয়ম মেনে বেতন-ভাতা পরিশোধ করে শ্রমিক ছাঁটাই করা হয়েছে। শ্রমিকদের দাবির বিষয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘সড়ক অবরোধ ও বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শ্রমিকদের দাবির বিষয়ে আমরা কারখানার মালিকপক্ষের সঙ্গে আলোচনা করছি।’

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন