হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে বিবিএস কেব্‌ল কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে আজ শনিবার সকালে বিবিএস কেব্‌ল নামের একটি কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ‘নিয়মবহির্ভূতভাবে’ শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে একটি কারখানায় কর্মবিরতি পালন, আঞ্চলিক সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের বিবিএস কেব্‌ল নামের একটি কারখানার কয়েক শ শ্রমিক এই বিক্ষোভ করেন।

কারখানার শ্রমিক মনির হোসেন বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ হঠাৎ আমাদের ১২ জন শ্রমিককে চাকরিচ্যুত করে নোটিশ দেয়। এটা সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে করা হয়েছে। এ জন্য আমরা সব শ্রমিক কর্মবিরতি পালন করছি। নিয়মবহির্ভূত এই আদেশ প্রত্যাহার করতে হবে।’

আরেক শ্রমিক রবিন মিয়া বলেন, ‘কর্তৃপক্ষ যখন-তখন শ্রমিক ছাঁটাই করছে। এটা অন্যায়। আজ আমরা অন্যায়ের প্রতিবাদ করতে রাস্তায় নেমেছি। আমাদের সহকর্মীদের বিরুদ্ধে অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।’

শ্রমিক লালু মিয়া বলেন, ‘শ্রমিকদের ওপর এটা অবিচার করা হয়েছে। কারখানার শ্রমিকদের পক্ষে ১০ দফা দাবি দেওয়া হয়েছে। ১০ দফা দাবি বাস্তবায়ন না হলে কোনো শ্রমিক কাজে যোগদান করবেন না।’

বিবিএস কেব্‌ল কারখানার ব্যবস্থাপক ফেরদৌস রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সব নিয়ম মেনে বেতন-ভাতা পরিশোধ করে শ্রমিক ছাঁটাই করা হয়েছে। শ্রমিকদের দাবির বিষয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘সড়ক অবরোধ ও বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শ্রমিকদের দাবির বিষয়ে আমরা কারখানার মালিকপক্ষের সঙ্গে আলোচনা করছি।’

ঢাকা-১৯ আসন: বিভক্ত জামায়াত, সুযোগ বিএনপির

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

মুছাব্বির হত্যা: পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় অস্বীকার, কারাগারে বিল্লাল

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে