হোম > সারা দেশ > ঢাকা

সাভারে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা, হকার্স লীগ নেতাসহ গ্রেপ্তার-২ 

নিজস্ব প্রতিবেদক, সাভার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার) আসনের স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদের কর্মীদের ওপর হামলার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে সাভারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সাভার পৌর হকার্স লীগের সভাপতি নজরুল ইসলাম ও হকার্স লীগ কর্মী রিপন।

পুলিশ ও তালুকদার তৌহিদ জং মুরাদের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার রাত ১১ টার দিকে মুরাদ জংয়ের কর্মীরা সাভার বাসস্ট্যান্ড এলাকায় নিউমার্কেটের সামনে পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় সাভার থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানের নির্দেশে নজরুল ইসলাম, রিপন, রাকিব হোসেন, তারেক বিন উবায়েদ ও নুরুলহুদাসহ ৩০ থেকে ৪০ জন ব্যক্তি তাঁদের ওপর হামলা চালায়। 

এ সময় তাঁরা মুরাদ জংয়ের কর্মীদের মারধরের পাশাপাশি তাঁদের কাছে থাকা মুঠোফোন ও পোস্টার ছিনিয়ে নেন।  

হামলা ও মুঠোফোনসহ পোস্টার ছিনিয়ে নেওয়ার ঘটনায় তালুকদার তৌহিদ জং মুরাদের কর্মী আব্দুল কাদির মোল্লা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে সাভার থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে আজ শুক্রবার ভোরে নজরুলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। 

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘গ্রেপ্তারের পর আসামিদের শুক্রবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে।’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস