হোম > সারা দেশ > ঢাকা

বিটিভির সম্প্রচারকক্ষে আগুন, সাহায্য চেয়ে ফেসবুকে পোস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রামপুরায় দুপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের দেওয়া আগুনে বাংলাদেশ টেলিভিশন ভবন (বিটিভি) এখনো জ্বলছে। বিটিভির ভেরিফাইড ফেসবুক পোস্টে এই বিষয়ে সাহায্য চেয়ে পোস্ট করা হয়েছে। সাড়ে ৩ ঘণ্টা পেরিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায়ও সেখানে আগুন জ্বলছিল। বিটিভির মূল ভবনেও আগুন জ্বলছে। বাইর থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া উড়তেও দেখা গেছে। তবে ফায়ার সার্ভিসের কোনো উপস্থিতি দেখা যায়নি। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দেওয়া এক পোস্টে বিটিভি বলছে, ভয়াবহ আগুন। দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি। ভেতরে আটকা পড়েছেন অনেকে। 

এর আগে বিকেল ৫টায় দেওয়া এক পোস্টে বিটিভি বলছে, বিটিভির গেট ভেঙে শত শত আন্দোলনকারী প্রবেশ করে। রিসিপশন ভবনে আগুন দিয়েছে। কয়েক ডজন গাড়িতে আগুন। 

এর আগে বেলা সাড়ে ৩টার পর বিটিভির প্রবেশদ্বার ভেঙে ভেতরে প্রবেশ করে। আন্দোলনকারীরা বিটিভি সেন্টারে প্রবেশের পর ভাঙচুর করেন ও আগুন জ্বালিয়ে দেন এবং স্লোগান দিতে থাকেন। প্রায় তিন শতাধিক আন্দোলনকারী এতে অংশ নেন।

প্রত্যক্ষদর্শীর একজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ উত্তেজিত কিছু শিক্ষার্থী রামপুরা পুলিশ বক্সে আগুন লাগিয়ে দেয়। এরপর বিটিভির গেটে আগুন দেয় এবং ভেতরে ঢুকে ভাঙচুর চালায় তারা। পরে তারা বিভিন্ন দিকে পালিয়ে যায়। 

নাম প্রকাশে অনিচ্ছুক বিটিভির এক সাংবাদিক আজকের পত্রিকাকে বলেন, ‘বিটিভির সম্প্রচার বন্ধ রয়েছে। সম্প্রচারকক্ষে আগুন ধরে গেছে।’

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার