হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে হাসপাতালের ছাত্রী হোস্টেলে ঝুলছিল আয়ার মরদেহ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেল থেকে এক আয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিলিং ফ্যান লাগানোর হুকের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় ছাত্রীরা। 

ওই নারীর মানসিক সমস্যা ছিল বলে দাবি করেছে হোস্টেলের শিক্ষার্থীরা। 

আজ শনিবার সকালে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের আব্দুল্লাহপুর-আশুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন ছাত্রী হোস্টেলে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার। 

ওই নারীর নাম—জাহানারা বেগম (৫৫)। তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলার বামনি গ্রামের ইসমাঈল চৌধুরীর স্ত্রী। 

ওই হোস্টেলের একাধিক ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে জানান, সকালে ফ্যানের হ্যাঙ্গারের হুকের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় আয়াকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। ওই নারী মানসিক সমস্যায় ভুগছিলেন। 

এ বিষয়ে তুরাগ থানার ওসি মোস্তফা আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের নারী হোস্টেল থেকে আয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

মৃত্যুর কারণ প্রসঙ্গে জানতে চাইলে ওসি বলেন, ‘জানা গেছে ওই নারীর মানসিক সমস্যা ছিল। সেই সঙ্গে তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। এটি হত্যা না কি আত্মহত্যা বা অন্য কোনো কারণ আছে কি না, সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে।’

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার