হোম > সারা দেশ > ঢাকা

পৈতৃক সম্পত্তিতে হিন্দু নারীর ভাগ ইস্যুতে অ্যামিকাস কিউরি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হিন্দু নারীদের পৈতৃক সম্পত্তিতে ভাগ পাওয়ার বিষয়ে শুনতে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। তাঁরা হলেন- অ্যাটর্নি জেনারেল এ এম আমীন উদ্দিন, সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী, সুব্রত চৌধুরী ও কামরুল হক সিদ্দিকী।

এছাড়া বিশেষজ্ঞ হিসেবে মতামত দিতে আইনজীবী তপন চক্রবর্তী ও ভোপেন্দ্র চন্দ্র ভৌমিক এবং বাংলাদেশ হিন্দু ল’ রিফরম কাউন্সিলের সাধারণ সম্পাদক পুলক ঘটককে নিয়োগ দেওয়া হয়েছে। 

আজ রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ মতামত শুনতে তিন আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। 

এর আগে হিন্দু নারীদের পৈতৃক সম্পত্তিতে ভাগ না দেওয়ার বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৩ ফেব্রুয়ারি রিটটি করেন বনানীর বাসিন্দা  অশোক দাস গুপ্তের (মৃত) মেয়ে অনন্যা দাস গুপ্ত। শুনানি শেষে পরদিন রুল জারি করেন আদালত। হিন্দু নারীদের পৈতৃক সম্পত্তিতে ভাগ না দেওয়া কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।  

আইন মন্ত্রণালয়ের সচিব, আবেদনকারী অনন্যা দাস গুপ্তের ভাই অনির্বাণ দাস গুপ্ত এবং তাঁর মা রাখি দাস গুপ্তসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়। 

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী খায়রুল আলম চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ