হোম > সারা দেশ > গোপালগঞ্জ

শেখ কামাল স্টেডিয়ামে বজ্রপাতে ক্রিকেটারের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

খেলার মাঠে বজ্রপাতে প্রাণ হারালেন তামজিদ আহমেদ নামে এক তরুণ ক্রিকেটার। ঘটনাটি ঘটেছে আজ বুধবার গোপালগঞ্জ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক প্রীতি ক্রিকেট ম্যাচ চলাকালীন। আহতাবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

তামজিদ আহমেদ (১৯) টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের কদিম নিকলা গ্রামের মো. ইমান আলীর ছেলে। 

জেলা ক্রিকেট দলের কোচ মো. আরাফাত রহমান জানান, আজ দুপুরে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমি ও ঢাকার ফ্রেন্ডস স্পোর্টস একাডেমির মধ্যে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচের খেলা শুরু হয়। ম্যাচটিতে তামজিদ ঢাকার ফ্রেন্ডস স্পোর্টস একাডেমির হয়ে খেলেন এবং ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন। 

বেলা দেড়টার দিকে আকাশে সামান্য মেঘাচ্ছন্ন ছিল। খেলার ৩৫তম ওভারের সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সতীর্থরা দৌড়ে কাছে গিয়ে দেখতে পান, তামজিদের গায়ের জার্সির অনেকাংশ পুড়ে গেছে। দ্রুত তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আনসার আহমেদ তাঁকে মৃত ঘোষণা করেন। 

জানা যায়, দুই বছর আগে ঢাকা ফ্রেন্ডস স্পোর্টস একাডেমিতে ভর্তি হন তামজিদ। গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমির সঙ্গে সিরিজ খেলতে দলের সঙ্গে গোপালগঞ্জে যান। তামজিদ টাঙ্গাইল জেলা দলের হয়ে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট খেলেছেন। ক্রিকেট প্র্যাকটিসের পাশাপাশি তামজিদ ঢাকায় ফুড পান্ডার ডেলিভারির কাজ করতেন। 

এদিকে তরুণ এই ক্রিকেটারের অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার ও সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টুসহ জেলার বিভিন্ন মহল।

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে