হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

শীতলক্ষ্যায় নৌকাডুবিতে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় দুটি নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের নিতাইগঞ্জ এসএমসি ঘাট এলাকা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত কিশোরীর নাম রাহিমা (১৭)। সে মুন্সিগঞ্জের গজারিয়া ভিটাকান্দি এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। রাহিমা গজারিয়া কলিমুল্লাহ কলেজে অধ্যয়নরত ছিল।

রাহিমার মামা মোজাম্মেল প্রধান বলেন, গত শনিবার বিকেলে রাহিমা তার বড় ভাই রায়হান ও তার স্ত্রীর সঙ্গে চাষাঢ়ায় ডাক্তার দেখাতে যাওয়ার সময় একটি বাল্কহেড তাদের নৌকাকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়। এ সময় রাহিমার ভাই ও ভাবি সাঁতার কেটে নদীর পাড়ে উঠতে পারলে সে আর উঠতে পারেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘দুপুরে স্থানীয় লোকজন নদীতে মরদেহ ভাসতে দেখে আমাদের খবর দেয়। এরপর আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজন মরদেহটিকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। পরে এই মেয়েই রাহিমা বলে নিশ্চিত হয় তার পরিবারের সদস্যরা।’

এদিকে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় ক্ষতিগ্রস্ত নৌকার মাঝি খোকন বাদী হয়ে একটি মামলায় দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তারকৃত বাল্কহেডের ৪ স্টাফকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—বাল্কহেডের মিস্ত্রি রুহুল আমিন, স্টাফ মিরাজ, ফকির হোসেন ও বাবুর্চি আজমীর হোসেন।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে শীতলক্ষ্যা নদীর সেন্ট্রাল ও বন্দর খেয়াঘাটে যাত্রী পারাপারের সময় দুটি নৌকাকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয় বেপরোয়া বাল্কহেড। এ সময় নৌকায় থাকা ২০-২৫ জন যাত্রী নদীতে পড়ে যান। পরে আশপাশের নৌকা ও ট্রলার দ্রুত তাদের উদ্ধার করে। তবে শনিবার রাতে খবর আসে রাহিমা নামে এক কিশোরী নিখোঁজ রয়েছে।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা