হোম > সারা দেশ > ঢাকা

এনসিপির কার্যালয় হবে নিপীড়িত-নির্যাতিতদের আশ্রয়স্থল: আতাউল্লাহ

আখাউড়া প্রতিনিধি 

আখাউড়া উপজেলায় এনসিপির মোগড়া কার্যালয় উদ্বোধন করেন দলটির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ বলেছেন, এনসিপির কার্যালয় হবে দেশের নিপীড়িত, নির্যাতিত ও অসহায় মানুষের আশ্রয়স্থল। আজ শুক্রবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এনসিপির মোগড়া কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতাউল্লাহ বলেন, ‘বাংলাদেশের নাগরিকদের নানা সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে এনসিপি। সাম্য ও ন্যায়ের ভিত্তিতে আমরা মানুষের পাশে দাঁড়াব। কেউ নির্যাতিত হলে আমরা তার পাশে দাঁড়িয়ে যথাযথ সমাধান নিশ্চিত করব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম এবং কসবা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী কাজী মোশাহেদ উল্লাহ। সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা শাখার সদস্য এম এ হান্নান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জমসেদ ভূঁইয়া। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক ফারান সাকিবসহ স্থানীয় নেতা-কর্মীরা।

বক্তারা বলেন, উপজেলা পর্যায়ে দলীয় কার্যক্রম আরও বেগবান ও সংগঠিত করতে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার