হোম > সারা দেশ > ঢাকা

এনসিপির কার্যালয় হবে নিপীড়িত-নির্যাতিতদের আশ্রয়স্থল: আতাউল্লাহ

আখাউড়া প্রতিনিধি 

আখাউড়া উপজেলায় এনসিপির মোগড়া কার্যালয় উদ্বোধন করেন দলটির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ বলেছেন, এনসিপির কার্যালয় হবে দেশের নিপীড়িত, নির্যাতিত ও অসহায় মানুষের আশ্রয়স্থল। আজ শুক্রবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এনসিপির মোগড়া কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতাউল্লাহ বলেন, ‘বাংলাদেশের নাগরিকদের নানা সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে এনসিপি। সাম্য ও ন্যায়ের ভিত্তিতে আমরা মানুষের পাশে দাঁড়াব। কেউ নির্যাতিত হলে আমরা তার পাশে দাঁড়িয়ে যথাযথ সমাধান নিশ্চিত করব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম এবং কসবা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী কাজী মোশাহেদ উল্লাহ। সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা শাখার সদস্য এম এ হান্নান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জমসেদ ভূঁইয়া। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক ফারান সাকিবসহ স্থানীয় নেতা-কর্মীরা।

বক্তারা বলেন, উপজেলা পর্যায়ে দলীয় কার্যক্রম আরও বেগবান ও সংগঠিত করতে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব