হোম > সারা দেশ > ঢাকা

এনসিপির কার্যালয় হবে নিপীড়িত-নির্যাতিতদের আশ্রয়স্থল: আতাউল্লাহ

আখাউড়া প্রতিনিধি 

আখাউড়া উপজেলায় এনসিপির মোগড়া কার্যালয় উদ্বোধন করেন দলটির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ বলেছেন, এনসিপির কার্যালয় হবে দেশের নিপীড়িত, নির্যাতিত ও অসহায় মানুষের আশ্রয়স্থল। আজ শুক্রবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এনসিপির মোগড়া কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতাউল্লাহ বলেন, ‘বাংলাদেশের নাগরিকদের নানা সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে এনসিপি। সাম্য ও ন্যায়ের ভিত্তিতে আমরা মানুষের পাশে দাঁড়াব। কেউ নির্যাতিত হলে আমরা তার পাশে দাঁড়িয়ে যথাযথ সমাধান নিশ্চিত করব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম এবং কসবা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী কাজী মোশাহেদ উল্লাহ। সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা শাখার সদস্য এম এ হান্নান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জমসেদ ভূঁইয়া। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক ফারান সাকিবসহ স্থানীয় নেতা-কর্মীরা।

বক্তারা বলেন, উপজেলা পর্যায়ে দলীয় কার্যক্রম আরও বেগবান ও সংগঠিত করতে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি