হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ করেছেন মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার যানবাহনের চালকেরা। আজ মঙ্গলবার দুপুরে প্রায় ঘণ্টাব্যাপী উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করা হয়। এ সময় মহাসড়কের দুপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। 

অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোহাম্মদ ইব্রাহিম। তিনি জানান, তিন চাকার যানবাহনের চালকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মহাসড়কে চলাচলে নিষিদ্ধ যানবাহনের চালকদের কাছ থেকে পুলিশের কোনো সদস্য চাঁদা নিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

বিক্ষোভকারীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর সেতু থেকে মেঘনা সেতুর টোলপ্লাজা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকা দিয়ে তিন চাকার যানবাহনের (সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা) প্রায় ৩০০ চালক উপজেলার পিরোজপুর এলাকায় মহাসড়কে বাঁশ ফেলে অবরোধ করেন। এ সময় হাইওয়ে পুলিশের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন তাঁরা। এতে মহাসড়কের দুপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কাচঁপুর হাইওয়ে থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসার পরও চালকেরা পুলিশের সামনেই চাঁদাবাজি বন্ধ ও ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেন। 

পুলিশের সামনেই তিন চাকার যানবাহনের চালকেরা বলেন, ‘আমরা প্রতি মাসে হাইওয়ে পুলিশকে প্রতিটি সিএনজিচালিত অটোরিকশার জন্য ৩ হাজার ৫০০ টাকা ও ব্যাটারিচালিত অটোরিকশার জন্য ১ হাজার ৫০০ টাকা করে চাঁদা দিই। এতে কাচঁপুর থেকে মেঘনা সেতু পর্যন্ত প্রতি মাসে প্রায় ১১ লাখ টাকা হাইওয়ে পুলিশকে চাঁদা দেওয়া হয়। এরপরও হাইওয়ে পুলিশ মাসিক চাঁদার বাইরে বিভিন্ন যানবাহন আটক করে প্রতিটি যানবাহন থেকে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত আদায় করে। চাঁদা দিতে অস্বীকার করলে যানবাহনের চালকদের পিটিয়ে আহত করা হয়।’ 

বিক্ষোভের সময় স্থানীয় পিরোজপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক রাসেল মিয়া বলেন, ‘আমরা নিজেরাও জানি মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ। আমরা গরিব মানুষ হাইওয়ে পুলিশকে মাসোহারা দিয়েই আমরা গাড়ি চালাই।’ 

বিক্ষোভের সময় হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোস্তাফিজুর রহমান চালকদের সামনে গেলে চালকেরা বলেন, ‘আপনাদের প্রতি মাসে আমরা টাকা দিই। এরপরও কেন আমাদের গাড়ি আটকে দেন?’ এ সময় সার্জেন্ট মোস্তাফিজুর বলেন, ‘ঠিক আছে আপনারা গাড়ি চালিয়ে যান এখন থেকে আর কোনো সমস্যা হবে না।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক