হোম > সারা দেশ > ঢাকা

কিশোর গ্যাং আইনশৃঙ্খলা বাহিনীর জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘গত তিন বছর ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কিশোর গ্যাং একটা বিশাল চ্যালেঞ্জ তৈরি করেছে। আমরা সেটা মোকাবিলা করার চেষ্টা করছি।’ আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারের মধুবাগে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। 

র‍্যাব কর্তৃক নির্মিত 'কিশোর অপরাধ বিরোধী সামাজিক প্রচারণা কার্যক্রম'-এর একটি বিজ্ঞাপন প্রদর্শনীর জন্য অনুষ্ঠানটির আয়োজন করা হয়। 'সবার হোক একটাই পণ, কিশোর অপরাধ করব দমন' স্লোগানের বিজ্ঞাপনটি উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

আইজিপি বলেন, ‘আমাদের সংসদে নতুন নতুন আইন প্রণয়ন হচ্ছে। আদালতও অনেক নির্দেশনা দিচ্ছেন। সে ক্ষেত্রে কিশোর আইনও হালনাগাদ হয়েছে। কোনো ব্যক্তি ১৮ বছর বয়স পর্যন্ত শিশু হিসেবে গণ্য হয়। কিন্তু বর্তমানে দেশে আইন পরিবর্তন করার কারণে যেটা হয়েছে তাতে যে যুবকে পরিণত হয় তাকেও শিশু হিসেবে গণ্য করা হয়। ফলে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আবার বর্তমান আইন অনুযায়ী কিশোর অপরাধীকে গ্রেপ্তারও করা যাবে না। তাদের সংশোধনাগারে পাঠাতে হবে। এতে করে সেই সংশোধনাগারের সংখ্যাও কম। ফলে কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণ কঠিন হয়ে যাচ্ছে। তবু আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। আশা করছি এটিও নিয়ন্ত্রণে আসবে।’

অভিভাবকদের উদ্দেশে বেনজীর আহমেদ বলেন, সন্তানের জন্য বাবা-মায়েরও দায়িত্ব রয়েছে। তারা কী করে, কোথায় যায়, কার সঙ্গে মেশে—এগুলো দেখা প্রতিটি পরিবারের দায়িত্ব। একই সঙ্গে প্রয়োজন সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। 

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে নিয়ে তাঁরই পদত্যাগ চাইলেন সাদিক কায়েম

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে

শাহজাহানপুরে লিফট মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে কর্মীর মৃত্যু

নভেম্বরে ৫২৬টি সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি

সাদিক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থান থেকে মরদেহ উদ্ধার