নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর উত্তরায় একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি ছয় তলা ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২০ মিনিট চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বহুতল ভবনটিতে কয়েকটি পরিবার বসবাস করে। ভবনটির ছয় তলার পাঁচ তলায় আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়েছে।