হোম > সারা দেশ > ঢাকা

ইন্টারনেটে ধীরগতি হলে ভোটে বিতর্কের শঙ্কা থাকে: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অপকৌশল হিসেবে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেটের গতি স্লো (ধীরগতি) করা হয় তাহলে ভোট বিতর্কিত হওয়ার শঙ্কা থাকে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনের দিন এগুলো না করলেই ভালো হবে বলেও মনে করেন তিনি।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টাস ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সঙ্গে সাংবাদিক নীতিমালা নিয়ে মতবিনিময় সভায় এমন বক্তব্য দেন সিইসি।

দ্বাদশ ভোটের আগেই বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরলে তার প্রেক্ষিতে সিইসি এমন আশঙ্কা প্রকাশ করেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইন্টারনেট স্লো করা যদি অপকৌশল হয়, তাহলে নির্বাচন ব্যাপকভাবে বিতর্কিত হবে। এটা সরকারের অনুধাবন করা উচিত। সরকার যদি স্বচ্ছতায় বিশ্বাস করে, নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করে, তাহলে নির্বাচনের দিন এই জিনিসগুলো না করলেই বোধ হয় ভাল হবে। কেননা, এতে সন্দেহের উদ্রেক হবে। অনেকেই ভাববেন অপকর্মের জন্যই এটা করা হয়েছে।’ 

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যতই তাদের বাধা দেওয়া হবে ততই তাদের মনে হবে ডাল ম্যা কুচ কালা হ্যায়। এই ধরণের একটা ভাব সৃষ্টি হতে পারে। আমি বিশ্বাস করি স্বচ্ছতা লাগবে। স্বচ্ছতা না হলে আমরা আবারও গত নির্বাচন যেভাবে বিতর্কিত হয়েছে, তেমন হতে পারে।’

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন