বৈশ্বিক করোনা মহামারির এই সময়ে নিত্যপণ্য ও এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এই মহামারি-উত্তর সময়ে নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা যখন দিশেহারা, অনেক প্রবাসী খালি হাতে ফেরত এসেছেন, দেশে কর্ম হারিয়ে কিংবা ব্যবসা গুটিয়ে অনেকে মানবেতর জীবন যাপন করছেন এমন সময়ে একের পর এক সিন্ডিকেটের কারসাজিতে লাগামহীন দাম বাড়ছে নিত্যপণ্যের। সিন্ডিকেটের কারণে মানুষের দুর্ভোগ যেমন বাড়ছে, তেমনি কৃষকেরাও তাদের পণ্যের উপযুক্ত দাম পাচ্ছেন না। সরকারের নীরব ভূমিকায়।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অতীতে সরকার আলু, পেঁয়াজ, চাল, তেল আর অক্সিজেন সিন্ডিকেটকারীদের শাস্তির আওতায় আনতে পারলে নিত্যপণ্যের দাম বাড়ত না।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান। এ ছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক সমিতির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রমুখ।