হোম > সারা দেশ > ঢাকা

বাঙলা কলেজে সংঘর্ষের ঘটনায় দুই মামলায় আসামি সহস্রাধিক, গ্রেপ্তার ১৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি বাঙলা কলেজে ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই থানায় দুটি মামলা হয়েছে। দুই মামলায় নামীয় ও অজ্ঞাত মিলিয়ে আসামি এক হাজারের বেশি। আজ বুধবার ছাত্রলীগের একজন নেতা ও বাঙলা কলেজের একজন কর্মচারী বাদী হয়ে মিরপুর মডেলে ও দারুসসালাম থানায় এই মামলা দুটি করেন।

গত মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বাঙলা কলেজের সামনে দিয়ে বিএনপির পদযাত্রা যায়। এ সময় ছাত্রলীগের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বাঙলা কলেজে ভাঙচুরের ঘটনা ঘটে। 

এই ঘটনায় বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবেল হোসেন বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা করেন। তিনি ১২০ জনের নাম উল্লেখ করে এবং ৫০০ জনকে অজ্ঞাত আসামি করেন। এই মামলায় ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুবেল হোসেনের পালসার মোটরসাইকেলটিতে আগুন দেওয়া হয়।  

অপরদিকে, সরকারি বাঙলা কলেজে গেট ভেঙে ক্যাম্পাসে অবৈধভাবে অনুপ্রবেশ করা, বিভিন্ন ভবনের জানালার কাচ ভাঙা ও অন্যান্য সরকারি সম্পদের ক্ষতি করার অভিযোগে দারুস সালাম থানায় আরেকটি মামলা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষের হয়ে মো. মহিদুর রহমান নামের একজন কর্মচারী এই মামলাটি করেন। তিনি তার মামলায় ১০৭ জনকে নামীয় এবং অজ্ঞাত ৫০০ জনকে আসামি করেছেন।এই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের ডিসি জসীম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ