হোম > সারা দেশ > ঢাকা

ঢাবির জগন্নাথ হলের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

সঞ্জু বাড়াইক। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একটি ভবন থেকে পড়ে সঞ্জু বাড়াইক (২৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি নৃবিজ্ঞানের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আজ সোমবার (১৪ জুলাই) ভোরে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ আলম।

তিনি বলেন, ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মীরা সঞ্জুকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। এরপর চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। ভবন থেকে পড়ে গিয়েছিলেন বলে কর্মীদের কাছ থেকে শুনেছি।

জগন্নাথ হলের কর্মচারী মানিক কুমার দাস বলেন, ভোরে এক দারোয়ান তাঁকে ফোন কল করে হলের ভেতরে রাস্তার পাশে এক শিক্ষার্থীকে নিথর অবস্থায় পড়ে থাকার খবর জানান। সেখানে গিয়ে কয়েকজন মিলে রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। পরে হলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ওই যুবক ভবন থেকে ওখানে পড়ে গেছেন। তবে পড়েছেন নাকি লাফ দিয়েছেন তা বলতে পারছেন না।

সঞ্জু বাড়াইকের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়।

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার