হোম > সারা দেশ > ঢাকা

সড়কের পাশে পড়ে ছিল কার্টন, খুলে দেখা গেল নারীর লাশ

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকায় পড়ে ছিল কার্টনটি। ছবি: আজকের পত্রিকা

রশি দিয়ে পেঁচানো একটি কার্টন পড়ে ছিল সড়কের পাশে বাঁশের ঝাড়ে। আজ শুক্রবার সকালে সেটি দেখতে পেয়ে একে একে জড়ো হন এলাকাবাসী। পরে পুলিশে খবর দেওয়া হয়। বেলা ২টার দিকে পুলিশ গিয়ে সেই কার্টন খুলে দেখে, ভেতরে অজ্ঞাতনামা এক নারীর লাশ। মুখ থেঁতলানো, শরীরে একাধিক ক্ষত।

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকায় পড়ে ছিল কার্টনটি। গতকাল বৃহস্পতিবার রাতের কোনো একসময় খুনিরা কার্টনে মোড়ানো লাশটি ফেলে যায় বলে ধারণা পুলিশ ও এলাকাবাসীর।

পুটাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্থানীয় বাসিন্দা চিত্ত রঞ্জন সরকার বলেন, ‘এলাকার লোকজন সকালে আমাকে জানালে আমি গ্রামপুলিশ পাঠিয়ে কার্টনের বাক্সটাকে বাঁশের ঝাড় থেকে তুলে রাস্তার পাশে রাখতে বলি। তখন কার্টন থেকে দুর্গন্ধ ও রক্ত বের হচ্ছিল। পুলিশে খবর দিলে তারা এসে কার্টন খুলে মাঝবয়সী নারীর লাশ উদ্ধার করে।’

এ ঘটনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে ওসি এস এম আমান উল্লাহ বলেন, সিআইডির ক্রাইম সিন ইউনিট পরিচয় শনাক্তে কাজ করছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি