হোম > সারা দেশ > ঢাকা

‎নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রির সমমানের করার দাবিতে শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নার্সিং শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান করে স্লোগান দিচ্ছেন। ছবি: আজকের পত্রিকা।

‎নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রির সমমানের করার দাবিতে শাহবাগ অবরোধ করেছেন বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। আজ দুপুর পৌনে ২টায় শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন তাঁরা।

‎‎বিকেল ৩টায় সরেজমিনে দেখা যায়, শত শত শিক্ষার্থী শাহবাগ মোড়ে অবস্থান করে স্লোগান দিচ্ছেন। মোড়ের সবগুলো সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের করার দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা।

‎বিক্ষোভে অংশ নেওয়া শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এইচএসসি পাশ করে নার্সিংয়ে পড়তে আসি আমরা। অথচ আমাদের এসএসসি পাশ করার পর যেসব ডিপ্লোমা করা হয়, সেই ডিপ্লোমা আমাদের দেওয়া হয়। আমরা চাই, এটিকে ডিগ্রি সমমানের সার্টিফিকেট যেন করা হয়।’

‎‎অঙ্কিতা ব্যাপারী শক্তি নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা গত দুই বছর ধরে আন্দোলন করছি কিন্তু আমাদের দাবি মানা হচ্ছে না। আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। বর্তমান সরকারের কাছে এই বৈষম্য আমরা চাই না। দ্রুতই এই বিষয়ে প্রজ্ঞাপন চাই।’

বৃষ্টির মধ্যেও বিক্ষোভ চালিয়ে যান শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

নার্সিং কলেজের একাধিক শিক্ষার্থী জানান, উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস করে ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্স সম্পন্ন করার পরও ডিগ্রির মান দেওয়া হচ্ছে না। অথচ, এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেও ডিগ্রি সমমান পাচ্ছে। এটি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি করছে।

তাঁরা আরও বলেন, ‘আমরা তিন বছর ডিপ্লোমা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি সম্পন্ন করে ছয় মাসের ইন্টার্ন করার পরও আমাদের এইচএসসি সমমান ডিগ্রি দেওয়া হয়। আমরা এটি মানতে পারি না। আমাদের দাবি মেনে নিলেই হচ্ছে। কেন আমাদের দাবি মেনে নিচ্ছে না? সরকার দ্রুতই আমাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

প্রসঙ্গত, নার্সিং কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ডিগ্রি সমমান চেয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন করে আসছে। এর আগে শাহবাগে সমাবেশ করে এ দাবি জানায় তাঁরা।

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১