হোম > সারা দেশ > ঢাকা

রাজারবাগ পিরকে নজরদারিতে রাখতে বললেন হাইকোর্ট, প্রয়োজনে দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজারবাগ পির দিল্লুর রহমান ও তাঁর অনুসারীদের নজরদারিতে রাখতে কাউন্টার টেররিজম ইউনিটকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তদন্তের স্বার্থে প্রয়োজনে সিআইডি, কাউন্টার টেররিজম ইউনিট ও দুদক চাইলে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞাও দিতে পারবে। এ ছাড়া ৪৯ মামলার আসামি একরামুল আহসান কাঞ্চন পির দিল্লুর রহমান ও তার অনুসারীদের বিরুদ্ধে মামলা করতে চাইলে সিআইডির প্রতিবেদনকে আমলে নিতে বলা হয়েছে। আর এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। 

আজ রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই নির্দেশ দেন। এর আগে রাজারবাগ দরবার শরীফের পির দিল্লুর রহমানসহ চারজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন করা হয়। পির দিল্লুর রহমান ছাড়া অন্যরা হলো-শাকিরুল কবির, ফারুকুর রহমান ও মফিজুল ইসলাম। 

রোববার আদালতে কাউন্টার টেররিজম ইউনিটের একটি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। যেখানে বলা হয়, রাজারবাগ পির ও তার অনুসারীরা জঙ্গিবাদ ছড়িয়ে দিচ্ছে। তাঁদের কার্যক্রম দেশের প্রচলিত আইন, সংবিধান ও মুক্তিযুদ্ধের মূল চেতনার পরিপন্থী এবং সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রতি বিরোধী। তাঁরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষ হত্যাকে উসকে দিচ্ছে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলো যে উদ্দেশ্য নিয়ে তাঁদের মতবাদ প্রচার করছে, রাজারবাগের পির ও তাঁর অনুসারীদের কার্যক্রমও জঙ্গিদের কার্যক্রমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাঁরা ভিন্ন ধর্মের মানুষদের মালাউন উল্লেখ করে তাঁদের হত্যা করা ঈমানী দায়িত্ব বলে ফতোয়া প্রচার করেছে। যা বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের মানুষ হত্যা করার ফতোয়ার অনুরূপ। 

এর আগে ব্যবসায়ী একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে নারী নির্যাতন, ধর্ষণ, চুরি, ডাকাতি, মানবপাচারসহ বিভিন্ন অভিযোগে ৪৯টি ভুয়া মামলার নেপথ্যে রাজারবাগের কথিত পির দিল্লুর রহমানের নাম উঠে আসে তদন্তে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হাইকোর্টে ওই তদন্ত প্রতিবেদন দাখিল করে। 

ওই প্রতিবেদনে বলা হয়, সম্পত্তি হস্তান্তর না করায় পির এবং তাঁর অনুসারীদের সঙ্গে একরামুলের শত্রুতা সৃষ্টি হয়। ওই শত্রুতার কারণেই ঢাকাসহ সারা দেশে তার বিরুদ্ধে ৪৯টি মামলা দায়ের করেছে পির দিল্লুর রহমান ও তাঁর অনুসারীরা। তাঁরা হীন স্বার্থ হাসিলের জন্যই হয়রানিমূলক এসব মামলা করেছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। তাই পিরসহ তার অনুসারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশনা প্রার্থনা করা হয়।
আরও পড়ুন:

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন