হোম > সারা দেশ > ঢাকা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী কাজ করছেন: সাঈদ খোকন

করোনা মহামারির কারণে বিশ্ববাজারে দ্রব্যমূল্যে প্রভাব পড়েছে উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাঈদ খোকন বলেছেন, ‘গত দুই বছর ধরে বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে খাদ্যে ব্যাপক প্রভাব পড়েছে। এর ঢেউ আমাদের দেশেও কম-বেশি লেগেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই অবস্থা থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কাজ করছেন।’

আজ শুক্রবার রাজধানীর পুরান ঢাকার সুরিটোলা সরকারি মডেল বিদ্যালয় প্রাঙ্গণে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

সাঈদ খোকন বলেন, ‘বিশ্বব্যাপী প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূলের ঊর্ধ্বগতিতে আমাদের দেশেও প্রভাব পড়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। বিভিন্ন পণ্য থেকে ভ্যাট-ট্যাক্স মওকুফ করেছে। বাজারব্যবস্থা মনিটরিং করা থেকে শুরু করে যা যা করা দরকার তা করছে। কিন্তু সরকারের একার পক্ষে এই দুরূহ কাজ আরও দুরূহ হয়ে পড়ে। আমরা যদি এই কাজে সম্পৃক্ত না হই, তাহলে সরকারের একার পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’ 
 
ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব-দুঃখী মানুষের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে আমি আমাদের যেসব সচ্ছল ব্যবসায়ী ও ব্যক্তিবর্গ রয়েছেন, তাঁদের আহ্বান জানাব আপনারা সবাই সামর্থ্য অনুযায়ী অসহায়, দরিদ্র ও দুঃখী মানুষের পাশে দাঁড়ান। তাহলে দুস্থ অসহায় মানুষের কষ্ট লাঘব হবে।’

সাঈদ খোকন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার তার সর্বশক্তি নিয়োগ করে মানুষের পাশে দাঁড়িয়েছে। এই অবস্থা মোকাবিলার চেষ্টা করে যাচ্ছে। আমরা যারা সমাজের সচ্ছল ব্যক্তিবর্গ রয়েছি, তারা সবাই যদি সরকারের এই মহতি কাজে শামিল হয়ে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াই, তাহলে দ্রব্যমূল্য অচিরেই মানুষের নাগালের মধ্যে চলে আসবে।’ 
 
সাঈদ খোকন জানান, তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত সংগঠনের মাধ্যমে শবে বরাত থেকে শুরু করে শবে কদর পর্যন্ত অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সময়ে ৬ হাজার দুস্থ মানুষকে ৩০ কেজি করে খাদ্যসামগ্রী বিতরণ করবে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন। এর জন্য শহরের ৩০টি ওয়ার্ডে কমিটি প্রস্তুত করা হয়েছে।

সাঈদ খোকন আরও বলেন, ‘করোনাকালীন পুরান ঢাকাসহ বিভিন্ন মানুষের সুখে-দুঃখে আমি পাশে ছিলাম এবং আছি। আমাদের সংগঠন বিভিন্ন সেবামূলক সাহায্য-সহযোগিতা দিয়ে আসছে। আমরা বিগত এক বছরে এই এলাকার প্রায় ২০ হাজার মানুষকে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করেছি, সঙ্গে ৫০০ রোগীর বিনা মূল্যে চোখের ছানি অপারেশন করিয়েছি। বিগত রমজানেও হাজার হাজার নিঃস্ব-দুস্থ পরিবারের মধ্য্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছি।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য ফজলুর রহমান সরদার, সুরিটোলা সরকারি মডেল বিদ্যালয়ের সভাপতি হাজি মো. ফারুক, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের সমন্বয়কারী হাজি মো. হাফিজ, আতিকুর রহমান স্বপন, মোহাম্মদ সাজেদ, মোহাম্মদ সাদেক মিঠু, মোখলেসুর রহমান রোমেল, হাজি বাবু ভূঁইয়া, মো. ফয়সাল শেখ, মো. সালাউদ্দিন তুহিন, মো. শাহাদাত হোসেন মিকো, জনসংযোগ কর্মকর্তা ও সাংগঠনিক সচিব মো. হাবিবুল ইসলাম সুমনসহ ওয়ার্ড সমন্বয়কারীরা। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির