হোম > সারা দেশ > ঢাকা

সমঝোতায় রাজি দুই শিশুর বাবা-মা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিশুর অভিভাবকত্ব নিয়ে উচ্চ আদালতে লড়ছেন জাপানি নারী নাকানো এরিকো ও বাংলাদেশি-আমেরিকান ইমরান শরীফ। আগামী ৩১ আগস্ট মামলার শুনানির তারিখ ধার্য করা আছে। তবে এর আগেই পারিবারিক ও সামাজিকভাবে সমঝোতা করতে রাজি হয়েছেন তাঁরা। 

আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও থানার ভিক্টিম সাপোর্ট সেন্টারের বাইরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নাকানো এরিকোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির। দুই শিশুর বাবা ইমরান শরীফও একই কথা বলেছেন। 

দুই শিশুর জিম্মার বিষয়ে আইনি প্রক্রিয়ার বাইরে সমঝোতায় পৌঁছাতে দুই পক্ষের মধ্যেই আলোচনা চলছে বলে জানিয়েছেন শিশির মনির। তিনি বলেন, ‘এই ধরনের পারিবারিক মামলার ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার চেয়ে সামাজিক-পারিবারিক সমঝোতায় সমাধান হওয়ার সংখ্যাই বেশি। তাই আইনি প্রক্রিয়ার বাইরেও যেকোনো উপায়ে সমঝোতায় পৌছাতে আমরা রাজি আছি।’ 

দুই শিশুর বাবা ইমরান শরীফ জানান, দুই শিশুর জন্য অতিদ্রুত সমাধানে পৌঁছাতে চান তিনি। তিনি বলেন, ‘আমার মেয়েরা এখানে ভালো নেই। এখানকার খাবার তারা খেতে পারছে না। এমন জায়গায় তারা কখনো থাকেনি। তাদের কথা চিন্তা করে পারিবারিক-সামাজিক উপায়ে সমস্যার সমাধান হলে তাতেও আমার সর্বোচ্চ সমর্থন থাকবে।’ 

নাকানো এরিকো (৪৬) পেশায় একজন চিকিৎসক। এরিকোর সঙ্গে ২০০৮ সালে বাংলাদেশি-আমেরিকান নাগরিক ইমরানের (৫৮) বিয়ে হয়। জাপানি আইন অনুযায়ী বিয়ের পর তাঁরা টোকিওতে বসবাস শুরু করেন। তাঁদের তিনটি সন্তান—জেসমিন মালিকা (১১), মাকানো লাইলা লিনা (৯) ও সানিয়া হেনা (৬)। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি শরীফ ইমরান তাঁর দুই কন্যা জেসমিন মালিকা ও মাকানো লাইলা লিনাকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। গত ১৮ জুলাই নাকানো এরিকোও তাঁর সন্তানদের জাপানে ফিরিয়ে নিতে ঢাকায় আসেন। 

শরীফ ইমরানের দাবি, স্ত্রী তাঁকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দিয়েছেন। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই তিনি দুজনকে সঙ্গে করে নিয়ে এসেছেন। 

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল