হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় বিআরটি প্রকল্পের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের অনিয়মের সংবাদ সংগ্রহে গিয়ে পেশাগত দায়িত্বপালনের সময় অতর্কিত দুই যুবক বাংলাভিশনের রিপোর্টার সাদ্দাম হোসাইনের ওপর হামলা চালিয়েছে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা আজমপুর ফুটওভার ব্রিজের ওপরে এই ঘটনা ঘটে। 

হামলার শিকার সাংবাদিক সাদ্দাম হোসাইন জানান, বিকেলে ওই এলাকায় বিআরটি প্রকল্পের কাজ নিয়ে সাধারণ মানুষের বক্তব্য নেওয়ার সময় দুই যুবক এসে পেশাগত কাজে বাধা দেয়। এ সময় তাদের পরিচয় জানতে চাইলে তারা উত্তেজিত হয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে স্থানীয় লোকজন তাদের প্রতিহত করে। এ সময় পুলিশকে ফোন দেওয়া দেখে ওই দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মুঠোফোনে ঘটনাটি উত্তরা পশ্চিম থানাকে অবহিত করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন জানান, হামলাকারী দুই যুবকের পরিচয় শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত সোমবার (১৫ আগস্ট) রাজধানীর উত্তরায় বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) স্থাপনা প্রকল্পের ক্রেন কাত হয়ে প্রাইভেটকারের ওপর গার্ডার পড়ে শিশুসহ পাঁচজন নিহত হয়। এ ঘটনায় করা মামলায় ক্রেনটির চালক, বিআরটি প্রকল্পের চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিজিসি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং নিরাপত্তা নিশ্চিত করণে দায়িত্বপ্রাপ্ত অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব বলছে, ভারী গার্ডার স্থাপনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী স্থাপন বা ট্রাফিক নিয়োগ করা হয়নি। এ ছাড়া ঝুঁকিপূর্ণ কাজ হওয়া সত্ত্বেও ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ডিএমপিসহ সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষকে বিষয়টি না জানিয়েই কাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ঘটনায় দায়ী সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে র‍্যাব।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার