হোম > সারা দেশ > ঢাকা

পোলট্রি বোর্ড গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুক্তবাজার অর্থনীতি থেকে বের হয়ে এসে প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে পোলট্রি বোর্ড গঠনসহ ছয় দফা দাবি জানিয়েছে প্রান্তিক ডিলার-খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন। পোলট্রি পণ্যের বাজারমূল্য খামারিরা নির্ধারণ করেন না বলে উল্লেখ করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

পোলট্রি ফিড ও বাচ্চার দাম নিয়ন্ত্রণহীন বৃদ্ধি এবং খামারিদের উৎপাদিত ডিম ও মুরগির ন্যায্যমূল্য না পাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলে সংগঠনটি।

বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের নেতারা দাবি করেন,  ঢাকার বাজারের ওপর ভিত্তি করে স্থানীয় আড়তদারেরা চাহিদার ভিত্তিতে বাজারমূল্য নির্ধারণ করে থাকেন। এখানের খামারিদের কোনো হাত নেই। বাজারমূল্য নির্ধারণের সময় ডিম-ব্রয়লারের উৎপাদন খরচের প্রতি কোনোরূপ লক্ষ করা হয় না। এই সিন্ডিকেটের হাত থেকে পোলট্রি খাতকে রক্ষা করার জন্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খামারি প্রতিনিধি, ফিডমিল প্রতিনিধি, হ্যাচারি মালিক প্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় কমিটি বা পোলট্রি বোর্ড গঠন করার দাবি জানান তাঁরা।

সংগঠনটির সভাপতি সুমন হাওলাদার বলেন, দেশের মানুষদের যদি উন্নতমানের ভালো মাংস, ডিম খাওয়াতে হয়, তাহলে দেশের প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে হবে। আর তাঁদের টিকিয়ে রাখতে হলে পোলট্রি বোর্ড গঠন করে তাঁদের ন্যায্যমূল্যে উৎপাদন ও বিক্রয় করার সুযোগ করে দিতে হবে। কোম্পানিগুলো সব বাজার নিয়ন্ত্রণ করে। তারা চাইলেই দাম কমায়, চাইলেই দাম বাড়ায়। এই সিন্ডিকেট নির্মূল করার একটাই উপায়, তা হলো পোলট্রি বোর্ড গঠন করা।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে