হোম > সারা দেশ > ঢাকা

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র চেয়ে নারীর রিট, হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি ছাড়া শুধু বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র চেয়ে রিট করেছেন এক নারী। এর পরিপ্রেক্ষিতে ‘এ বিষয়ে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না’, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

আজ রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এ রুল জারি করেন। 

মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, ধর্মসচিব, স্বরাষ্ট্রসচিব, স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। 

রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা নামে এক নারী রিটটি করেন। আবেদনে স্বামী মুহম্মদ আরিফুর রহমানকে অথোরিটি দেওয়া হয়েছে। 

আজ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাছুমা জামায়েল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। 

এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আবেদনটাই সংবিধান পরিপন্থী। হজ করতে, ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলেও ছবি লাগে। আমরা রুলের বিরোধিতা করেছি।’ 

রুলের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন কি না-এ বিষয়ে জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটি অ্যাটর্নি জেনারেল বলতে পারবেন।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন