হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে ‘থাপ্পড়ে’ অসুস্থ হয়ে তরুণের মৃত্যুর অভিযোগ, আটক ১

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে গোপাল পাটনি (১৯) নামের এক তরুণের ‘থাপ্পড়ে’ অসুস্থ হয়ে ফাহিম হোসেন (১৮) নামের অপর এক তরুণের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত সাড়ে ১০ টার দিকে রশুনিয়া ইউনিয়নের গোয়ালবাড়ির মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে । এ ঘটনায় গোপাল পাটনিকে রাতেই থানা পুলিশ আটক করেছে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত ফাহিম হোসেন উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের মৃত নুরু বেপারীর ছেলে। আটক গোপাল পটনি একই ইউনিয়নের সন্তোষ পাড়া গ্রামে গোবিন্দ পাটনির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,  গোয়ালবাড়ির মোড় নামক এলাকায় গোপাল পাটনির সঙ্গে ফাহিমের কথা-কাটাকাটি হয় । একপর্যায়ে গোপাল ফাহিমের গালে থাপ্পড় দিলে ফাহিম অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা আহত ফাহিমকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
 
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনজুমান আরা বলেন, ‘আমাদের এখানে আনার আগেই যুবকের মৃত্যু হয়েছে ।’ 

সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, থাপ্পড়ে অসুস্থ হয়ে এক তরুণের মৃত্যুর খবর শোনার পর রাতেই পুলিশ পাঠিয়ে জড়িত গোপাল পাটনিকে আটক করা হয়েছে । বিস্তারিত ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে ।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন