হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে ‘থাপ্পড়ে’ অসুস্থ হয়ে তরুণের মৃত্যুর অভিযোগ, আটক ১

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে গোপাল পাটনি (১৯) নামের এক তরুণের ‘থাপ্পড়ে’ অসুস্থ হয়ে ফাহিম হোসেন (১৮) নামের অপর এক তরুণের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত সাড়ে ১০ টার দিকে রশুনিয়া ইউনিয়নের গোয়ালবাড়ির মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে । এ ঘটনায় গোপাল পাটনিকে রাতেই থানা পুলিশ আটক করেছে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত ফাহিম হোসেন উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের মৃত নুরু বেপারীর ছেলে। আটক গোপাল পটনি একই ইউনিয়নের সন্তোষ পাড়া গ্রামে গোবিন্দ পাটনির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,  গোয়ালবাড়ির মোড় নামক এলাকায় গোপাল পাটনির সঙ্গে ফাহিমের কথা-কাটাকাটি হয় । একপর্যায়ে গোপাল ফাহিমের গালে থাপ্পড় দিলে ফাহিম অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা আহত ফাহিমকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
 
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনজুমান আরা বলেন, ‘আমাদের এখানে আনার আগেই যুবকের মৃত্যু হয়েছে ।’ 

সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, থাপ্পড়ে অসুস্থ হয়ে এক তরুণের মৃত্যুর খবর শোনার পর রাতেই পুলিশ পাঠিয়ে জড়িত গোপাল পাটনিকে আটক করা হয়েছে । বিস্তারিত ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে ।

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’