হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ৭৭ হাজার জাল ভারতীয় রুপিসহ দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জব্দ করা ভারতীয় জাল রুপি, বাংলাদেশি জাল টাকা ও জাল নোট তৈরির প্রিন্টার। ছবি: সংগৃহীত

রাজধানীর ওয়ারীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাইদুর রহমান (৩২) ও মেহেদী হাসান (২৫)। এ সময় তাঁদের কাছ থেকে ৭৭ হাজার ১০০ ভারতীয় রুপির জাল নোট ও ৩৮ লাখ ৫২ হাজার ৬০০ টাকার দেশি জাল নোটসহ একটি সিপিইউ, একটি মনিটর, জাল নোট তৈরির প্রিন্টারের ৮টি কালি, ১০০টি ফয়েল পেপার (সিকিউরিটি ফিতা) ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, একটি চক্র ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট তৈরি করে বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে গ্রেপ্তার করা হয়। চক্রের আরেক সদস্য পালিয়ে গেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছিলেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলেও জানান তালেবুর রহমান।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট