হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ৭৭ হাজার জাল ভারতীয় রুপিসহ দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জব্দ করা ভারতীয় জাল রুপি, বাংলাদেশি জাল টাকা ও জাল নোট তৈরির প্রিন্টার। ছবি: সংগৃহীত

রাজধানীর ওয়ারীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাইদুর রহমান (৩২) ও মেহেদী হাসান (২৫)। এ সময় তাঁদের কাছ থেকে ৭৭ হাজার ১০০ ভারতীয় রুপির জাল নোট ও ৩৮ লাখ ৫২ হাজার ৬০০ টাকার দেশি জাল নোটসহ একটি সিপিইউ, একটি মনিটর, জাল নোট তৈরির প্রিন্টারের ৮টি কালি, ১০০টি ফয়েল পেপার (সিকিউরিটি ফিতা) ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, একটি চক্র ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট তৈরি করে বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে গ্রেপ্তার করা হয়। চক্রের আরেক সদস্য পালিয়ে গেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছিলেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলেও জানান তালেবুর রহমান।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির