হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। সে উপজেলার সদর ইউনিয়নের পাবুর গ্রামের দেলোয়ার হোসেন জুয়েলের একমাত্র ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের ডোবায় বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে মোহাম্মদ ডোবায় পড়ে যায়। অনেকক্ষণ ধরে মোহাম্মদকে পরিবারের কেউ দেখতে না পেয়ে তার বাবা ছেলের খোঁজাখুঁজি শুরু করেন। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর জুয়েল পাশের ডোবায় তাঁর ছেলের বড়শি দেখতে পায়। বড়শি পড়ে থাকতে দেখে ছেলেকে না দেখে জুয়েল চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। ছেলেকে খুঁজতে জুয়েল নিজেই ডোবায় নামেন। অনেকে মিলে অনেকক্ষণ ডোবায় খোঁজাখুঁজির একপর্যায়ে একটি গাছের ডালের নিচ থেকে শিশু মোহাম্মদের মরদেহ ভেসে ওঠে।

পরে তাকে উদ্ধার করে কাপাসিয়া সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।

স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জুয়েল জানান, ‘আমার ছেলে ডোবায় পড়ে গেলে অন্যান্য বাচ্চারা দৌড়ে পালিয়ে যায়। কিন্তু ওদের কেউ যদি সঙ্গে সঙ্গে এসে জানাতো মোহাম্মদ পানিতে পড়ে গেছে তাহলে হয়তো ওকে বাঁচানো যেত।’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল সালাম সরকার জানান,‘ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে পানিতে ডুবে যাওয়া মোহাম্মদ নামের এক শিশুকে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।’

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ