হোম > সারা দেশ > ঢাকা

ফেসবুক পোস্ট নিয়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মঙ্গলবার সকালে দুই কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। ছবি: আজকের পত্রিকা

‎রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষ এবং ধাওয়া ও পালটা ধাওয়ার সূত্রপাত হয়। এ সময় উভয় কলেজের শিক্ষার্থীদের ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে বলে জানা গেছে।‎‎

শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন পুলিশ কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

ঘটনাস্থলে দেখা গেছে, সিটি কলেজে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজে শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নিয়েছে। উভয় পক্ষকে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের নিবৃত্ত করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে তৎপর থাকতে দেখা গেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানান, সকালে ফেসবুকের লেখালেখিকে কেন্দ্র করে দুই কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষই ইটপাটকেল নিক্ষেপ করে। তবে কিছুক্ষণ পরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। ‎

‎ডিএমপির রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) তারিক লতিফ আজকের পত্রিকাকে বলেন, বেলা ১১টার পর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। তবে এখন দুই কলেজের শিক্ষার্থীরা শান্ত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ‎

ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানান, গত পরশুদিন সায়েন্সল্যাব এলাকায় একটি বাসে বাগ্‌বিতণ্ডার জেরে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের এক শিক্ষার্থীর আইডি কার্ড নিয়ে নেয় সিটি কলেজের শিক্ষার্থীরা। সেই ঘটনা ফেসবুকে পোস্ট করেন ঢাকা কলেজের এক শিক্ষার্থী। সেটিকে কেন্দ্র করে আজ দুই কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া ও পালটা ধাওয়া হয়।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার