হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে দুপক্ষের গোলাগুলি, আহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন মাসুম বিল্লাহ ও জুবায়ের। মাসুম বিল্লাহ (২৬) গুলিবিদ্ধ হয়েছেন। আর জুবায়ের (২৪) ধারালো অস্ত্রে আঘাতে জখম হয়েছেন।

রূপগঞ্জের ভুলতা ফাঁড়ির পরিদর্শক মুস্তাফিজুর রহমান সংর্ঘষের বিষয়টি নিশ্চিত করেছেন। 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মাসুম বিল্লাহ নামে একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অস্ত্রোপচার করে তার গুলি বের করা হয়েছে। জোবায়ের নামে আরেক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। তারা দুজনই হাসপাতালে চিকিৎসাধীন। 

স্থানীয়রা জানান, মাসুম বিল্লাহ ও রাজন গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। উভয় গ্রুপই গোলাকান্দাইল এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। সংঘর্ষের শুরুতে রাজন গ্রুপের অনুসারীরা মাসুমকে মারধর করে। পরে মাসুমের অনুসারীরা পাল্টা ধাওয়া দেয়। একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হলে আহত হন মাসুম ও জোবায়ের। খবর পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

গতকাল বৃহস্পতিবার রাতে সংঘর্ষের জের ধরে আজ শুক্রবার সকাল ১০ টার দিকে রাজন গ্রুপের এক সদস্য মাসুম বিল্লাহর অনুসারী কাজলের বাড়ির সামনে এসে ফাঁকা গুলি করে। বাড়ির সামনে থাকা সিসিটিভি ফুটেজে সেই চিত্র স্পষ্ট হয়। প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।  

ভুলতা ফাঁড়ির পরিদর্শক মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে সংঘর্ষের খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় জড়িত উভয়পক্ষের সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস